এটি মুহ্তারাম আশ্ শাইখ সালিহ্ আল ফাওযান حفظه الله কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী رحمه الله এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। এ পর্বে শাইখ নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে আলোচনা করেছেন:-
১) যে ভিত্তির উপর জামাআহ প্রতিষ্ঠিত, সেই ভিত্তি হলেন রাছূলের (صلى الله عليه وسلم) সাহাবায়ে কিরাম (رضي الله عنهم )। তারাই হলেন আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আহ। সুতরাং যে কেহ তাদের থেকে দ্বীন গ্রহণ করবে না সে-ই হবে পথভ্রষ্ট এবং বিদ‘আত অবলম্বনকারী। আর (দ্বীনের মধ্যে) প্রতিটি বিদ‘আতই হলো গোমরাহী বা ভ্রষ্টতা এবং প্রতিটি ভ্রষ্টতা ও তা অবলম্বনকারীদের গন্তব্য হলো জাহান্নাম।
২) কোন জামা‘আতের সঙ্গে আমাদের সুদৃঢ়ভাবে থাকা উচিত?
৩) জামা‘আতের ভিত্তি কি?…