নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (২য় পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃ আলোচনা।
২) “অন্তর ও লজ্জাশীলতা প্রসঙ্গ”, উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله বিষয়টি ছালাফে সালিহীনের (رضي الله عنهم) দেয়া বর্ণনা ও সংজ্ঞার আলোকে ব্যাখ্যা করেছেন।
৩) উছতায ঈমানের সাথে লজ্জাশীলতার সম্পর্ক বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া হায়া-শরম না থাকা কিংবা কম থাকার কারণে ঈমান ও ‘আমাল বিনষ্ট কিংবা হ্রাস হওয়ার বিষয়টিও শাইখের আলোচনায় উঠে এসেছে।

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (১ম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) মহিলাদের সাথে সম্পৃক্ত সমস্যা কয়েক প্রকার- নারীদের কিছু সমস্যা আছে যা পুরুষের দ্বারা সৃষ্ট এবং পুরুষরাই এর জন্য দায়ী। আবার কিছু সমস্যা আছে যা নারীদের দ্বারা সৃষ্ট এবং এর কু-প্রভাব পড়ে পুরুষ ও সমাজের উপর। আর কিছু সমস্যা আছে যা নারীদের দ্বারাই সৃষ্ট এবং নারীরাই উক্ত সমস্যায় জর্জরিত হয়।
২) এই সকল সমস্যার আগমন মূলত: চারটি দরজা দিয়ে ঘটে থাকে, কিংবা বলা যায় যে, চারটি কারণে এসব সমস্যা দেখা দেয়।

Subscribe to our mailing list

* indicates required
Close