‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ক ধারাবাহিক বক্তব্য (১ম পর্ব)

ধারাবাহিক এই অডিও বক্তব্যগুলো শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত ‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ে অত্যন্ত মূল্যবান ও অসাধারণ ক’টি বক্তব্য। এতে তিনি ইমাম ছুফইয়ান ছাওরী, ইমাম শাফি‘য়ী, ইমাম যুহরী, ইমাম ফুযাইল ইবনু ‘ইয়ায, ইমাম ইবনু ‘আব্দিল বার্‌, ইমাম সালিহ্‌ আল ‘উছাইমীন (رضي الله عنهم) প্রমুখ হাক্বানী ‘উলামায়ে কিরামের বিভিন্ন গ্রন্থ থেকে অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করেছেন। ধারাবাহিক এসব বক্তব্যে তিনি বিশেষভাবে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করেছেন:-
১) ‘ইল্‌ম বিষয়ে ধারাবাহিক আলোচনার এই পর্বে শাইখ ‘ইলম কী, ‘ইল্‌ম কাকে বলে, ‘ইল্‌ম কত প্রকার, ‘ইল্‌মের স্তর কয়টি ও কি কি, জ্ঞান অন্বেষণকারীর জন্য ৪টি শর্ত এবং সেগুলো কি কি- এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

Subscribe to our mailing list

* indicates required
Close