রাছূলুল্লাহ-কে (صلى الله عليه وسلم) জানা এবং তাকে ভালোবাসা (১ম পর্ব)

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অত্যন্ত মূল্যবান একটি ভাষণ। এতে তিনি তিনটি মৌলনীতির মধ্য হতে দ্বিতীয় মৌলনীতি (“প্রত্যেক মুছলমানের উপর ওয়াজিব, তার নাবী-কে সঠিকভাবে চেনা ও জানা”) সম্পর্কে আলোচনা করেছেন। নাবীকে (صلى الله عليه وسلم) চিনতে ও জানতে পারার ‘আলামাত হলো তাঁর অনুসরণ করা এবং মানুষের মধ্যে তাকে সবচাইতে বেশি ভালোবাসা।

আল্লাহ্‌র নিদর্শনের মাধ্যমে আল্লাহ্‌র পরিচয় লাভ

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অত্যন্ত মূল্যবান একটি অডিও বক্তব্য। এতে তিনি তিনটি মৌলনীতির মধ্য হতে প্রথম মৌলনীতি (“প্রত্যেক মানুষের উপর ওয়াজিব, আল্লাহ্‌র পরিচয় লাভ করা তথা আল্লাহ্‌কে সঠিকভাবে চেনা ও জানা”) বিষয়ে আলোচনা করেছেন। প্রতিটি মানুষকে অবশ্যই তার মহান সৃষ্টিকর্তা; আল্লাহ রাব্বুল ‘আলামীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।

আশ্‌শাইখ আল ইমাম মুহাম্মাদ ইবনু ‘আব্দিল ওয়াহ্‌হাব এর জীবনী

এটি ইমাম মুহাম্মাদ ইবনু ‘আব্দিল ওয়াহ্‌হাব رحمه الله এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। শাইখ সালিহ্‌ আল ‘উছাইমীন رحمه الله এর “শারহু ছালাছাতিল উসূল” (তিনটি মৌলনীতির ব্যাখ্যা) গ্রন্থ থেকে এ আলোচনাটি করেছেন শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله। এতে ইমাম মুহাম্মাদ ইবনু ‘আব্দিল ওয়াহ্‌হাব رحمه الله এর ছোটবেলা, তাঁর লালন-পালন, শিক্ষা-দীক্ষা, তাওহীদের প্রতি তাঁর দা‘ওয়াত

ইহকালীন জীবন

এটি উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত মানুষের ইহ-পরকালীন জীবন সম্পর্কে অত্যন্ত মূল্যবান একটি ভাষণ। এতে তিনি বলেছেন যে, কত মানুষই তো তার ইহকালীন অতি সংক্ষিপ্ত এই জীবনকে ভুলপথে পরিচালিত করে। সে তার গোঁটা জীবনকে দুন্‌ইয়ার সংক্ষিপ্ত জীবনের আরাম-‘আয়েশ আর ভোগ-বিলাসের পিছনে ব্যয় করে, অথচ সে তার আখিরাতের অনন্ত জীবনের কথা দিব্যি ভুলে যায়। সবমিলিয়ে এই ভাষণটি একটি চমৎকার উপদেশ; এটি মানুষকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে إن شاء الله।

তাওহীদ বিষয়ক আলোচনা

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ একটি বক্তৃতা। এতে তিনি নাবীগণের (عليهم السلام) দা‘ওয়াত এবং তাওহীদের গুরুত্ব বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে, তাওহীদ হলো বান্দাহ্‌র উপর আল্লাহ্‌র (جل وعلا) অধিকার বা প্রাপ্য-হাক্ব। তাই সর্বাগ্রে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কেননা, তাওহীদকে সঠিকভাবে জানা, বুঝা এবং পালন বা বাস্তবায়ন ছাড়া কেউ মুছলমান হতে পারে না। তাছাড়া যথাযথভাবে তাওহীদ প্রতিষ্ঠা ব্যতীত কোন প্রকার ‘ইবাদাত কিংবা নেককাজ আল্লাহ্‌র কাছে গৃহীত হয় না। সর্বোপরি শির্‌ক সম্পর্কে জানতে হলে, শির্‌ক থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে।

“লা- ইলা-হা ইল্লাল্লা-হ” এর শর্তাবলী

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ একটি বক্তৃতা। এতে তিনি “লা ইলা-হা ইল্লাল্লা-হ” এর ৭টি শর্ত এবং এসবের ব্যাখ্যা বর্ণনা করেছেন। এগুলোকে সঠিকভাবে জানা-বুঝা ও বাস্তবায়ন করা বিশেষতঃ প্রত্যেক মুছলমানের উপর ওয়াজিব। “লা- ইলা-হা ইল্লাল্লা-হ” এর শর্তগুলো হলো, যথা- ১) আল ‘ইল্‌ম বা জ্ঞান (“লা ইলা-হা ইল্লাল্লা-হ” এই শাহাদাহ্‌র অর্থ, তাৎপর্য ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন)। ২) আল ইয়াক্বীন বা বিশ্বাস। ৩) আল ইখলাস বা নিয়্যাতের বিশুদ্ধতা। ৪) আস্‌সিদ্‌ক্ব বা সত্যবাদীতা। ৫) আল মাহাব্বাহ বা আন্তরিক ভালোবাসা। ৬) আল ইনক্বিয়াদ বা যথাযথ আনুগত্য। ৭) আল ক্বাবূল বা মনে-প্রাণে মেনে নেয়া।

তাওহীদ ও তাক্ব্‌লীদের মধ্যে সম্পর্ক

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অত্যন্ত মূল্যবান একটি বক্তৃতা। এতে তিনি বিশেষভাবে বাংলদেশের মুছলমানদের মধ্যে বিদ্যমান কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছেন। তিনি মুছলমানদেরকে প্রতিটি ‘আক্বীদাহ-বিশ্বাস ও কাজে-কর্মে ক্বোরআন ও ছুন্নাহ্‌র সুস্পষ্ট বিশুদ্ধ দালীলের উপর নির্ভর করার এবং তা অনুসরণ করার আহবান জানিয়েছেন। প্রকৃত অর্থে ক্বোরআন-ছুন্নাহ্‌র দালীলকে অনুসরণ করাই হলো সত্যিকার গ্রহণযোগ্য তাক্বলীদ।

Subscribe to our mailing list

* indicates required
Close