এই অডিওটি হলো আশ্শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন o কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী o এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিও রূপে এটি ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c। এতে ছালাফে সালিহীনের ‘আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আর যুগে যুগে আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের স্বভাব বা বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ্র সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন। আলোচনান্তে তিনি (উছতায হাম্মাদ বিল্লাহ c)। বক্তব্যে আলোচিত মূল বিষয়গুলো:
১) খিলাফত লাভের পূর্ব শর্ত।
২) ‘উমার ইবনু ‘আব্দিল ‘আযীয (o) এর ‘ইবাদত ও আল্লাহ্ভীতির নমূনা।
৩) ‘উমার ইবনু ‘আব্দিল ‘আযীয (o) এর দুন্ইয়া বিমুখতার উদাহরণ।
৪) দ্বীনী ‘আক্বীদাহ ও ‘আমাল বিষয়ে রাছূলুল্লাহ 1 ও সাহাবায়ে কিরাম (4) থেকে বিন্দু পরিমাণ কম বা বেশি করার অধিকার কারো নেই।
ভাষান্তর শেষে অনুবাদক নিম্নোক্ত প্রশ্নের উত্তর প্রদান করেছেন:-
১) কোনো বিষয়ে দুন্ইয়ার আরাম-আয়েশ অথবা দুন্ইয়ার সুযোগ-সুবিধা গ্রহণ করে এটা কে আল্লাহর পক্ষ থেকে আমরা কি একটা নি‘মাহ মনে করতে পারি, إِن شَاء اَللّٰه ?