আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (৪২নং পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন o কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী o এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছ্তায হাম্মাদ বিল্লাহ c। এতে ছালাফে সালিহীনের (4) আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব–বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন। বক্তব্যের এ পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ c বিশেষ করে ‘ঈছা 5 ও মাহদি 5 সম্পর্কে নিম্নোক্ত বিষয়াদি আলোচনা করেছেন:-
১) ‘ঈছা 5 এর অবতরণের বিষয়টি কুরআন, ছুন্নাহ ও ইজমা দ্বারা প্রমাণিত।
২) ‘ঈছা 5 কোথায় এবং কিভাবে অবতরণ করবেন?
৩) ‘ঈছা 5 এর নিঃশ্বাস তার দৃষ্টি সীমা পর্যন্ত পৌঁছাবে। তার নিঃশ্বাস যে সকল কাফিরের শরীরে লাগবে, তারা মারা যাবে।
৪) ‘ঈছা 5 কত বছর জীবিত থাকবেন? এবং মৃত্যুর পর তাকে কোথায় দাফন করা হবে?
৫) দাজ্জালকে কোথায় হত্যা করা হবে? এবং কে হত্যা করবে?
৬) ইমাম মাহদি 5 এর বংশ পরিচয় কি হবে? ও তার জীবিত থাকার সময়কাল কত হবে?
৭) ইমাম মাহদি 5 এর আত্মপ্রকাশ সম্পর্কে আলোচনা আর এ সম্পর্কে তথাকথিত ‘আলিমদের কিছু বিভ্রান্তিমূলক বক্তব্যের সঠিক জবাব।
৮) মাহদি 5 নিজেই জানবেন না যে, তিনিই ইমাম মাহদি। মহান আল্লাহ্‌ তাকে এক রাতের মধ্যেই তৈরি করে দেবেন।
৯) মানবজাতির পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষের কারণগুলো কি কি?
১০) ইমাম মাহদি ও ‘ঈছা 5 কোন মাযহাবের অনুসারী হবেন?
১১) মাযহাব সম্পর্কে আলোচনা এবং হিযবিয়্যূনদের কিছু ভ্রান্ত ধারণা ও মতবাদের অকাট্য জবাব।

 

ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) ‘ঈছাকে (5) আল্লাহ 0 তাঁর নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। তিনি এই মুহূর্তে কোথায় ও কিভাবে আছেন?
খ) সালাত আদায়ের সময় ইমাম যদি উঁচু স্থানে থাকেন, এবং মুক্তাদীরা যদি অপেক্ষাকৃত নিচু স্থানে দাঁড়ান, তবে এ সম্পর্কে বিধান কি?
গ) মাছজিদের জন্য একটি জায়গা দান করা হয়েছে। কিন্তু জায়গাটি বর্তমানে ক্ববরস্থানের মত হয়ে গেছে। মাছজিদের একপাশে মাত্র দুই ফুট দূরে ক্বাব্‌র রয়েছে। এবং অপরপাশে একটি দেয়াল দ্বারা ক্বাব্‌র থেকে মাছজিদকে আলাদা করা হয়েছে। এ ব্যাপারে আমাদের করণীয় কি? এই মাছজিদে সালাত আদায় হবে কি?

Subscribe to our mailing list

* indicates required
Close