এটি মুহ্তারাম আশ্ শাইখ সালিহ্ আল ফাওযান c কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী o এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। এতে ইছলামের মৌলিক বিষয়াদী, সঠিক ইছলামী ‘আক্বীদাহ ও মানহাজ বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ c। এ পর্বে উছতায নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে আলোচনা করেছেন:-
১) প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। কেননা তার পরিণতি খুবই ভয়াবহ।
২) অনেক সময় দেখা যায় যে, যারা ছুন্নাহ অনুসরণের দাবি করে, তারাও স্বীয় প্রবৃত্তি বা কুমনোবৃত্তির বশবর্তী হয়ে পড়ে এবং এতে করে সাহীহ্ দা‘ওয়াতকে তারা চরমভাবে ক্ষতিগ্রস্থ করে।
৩) ছালাফে সালিহীন যেভাবে বুঝেছেন সেভাবে ক্বোরআন-ছুন্নাহ্ অনুসরণ করা আবশ্যক।
৪) ছুন্নাহ্র মধ্যে মানবজীবনের জন্য প্রয়োজনীয় সকল কিছু অন্তর্ভুক্ত রয়েছে।
৫) জামা‘আহ বলতে কি বুঝায় এবং আহলুছ্ ছুন্নাহ কারা?
৬) নিজেদেরকে আহলুল হাদীছ বলে দাবি করে অথচ যারা ‘উলামায়ে কিরাম থেকে সাধারণ মুছলমানদের দূরে সরিয়ে রাখতে চায়, তাদের উদ্দেশ্য। সাধারণ মানুষকে ‘উলামায়ে কিরাম থেকে দূরে সরিয়ে রাখার এই অপপ্রয়াসের ফলাফল হবে ধ্বংসাত্মক ও ভয়াবহ।
৭) আমাদের উপর আবশ্যক হলো প্রকৃত ‘উলামায়ে কিরামের নিকট প্রত্যাবর্তন।
৮) ইছনাদ বা বর্ণনাসূত্র এবং তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে ও বুঝতে হবে। ‘ইলমের ছানাদ সম্পর্কে জানতে হবে এবং ‘ইলমের ছানাদ থাকতে হবে।
৯) যে ব্যক্তি সত্যিকার ‘উলামায়ে কিরাম থেকে জ্ঞান অর্জন করেনি কিংবা যার ‘ইলমের কোন ছানাদ নেই অথচ সে নিজেকে আহলে ‘ইল্ম বলে বলে দাবি করে, এরূপ ব্যক্তি থেকে সাবধান!
১০) বিশিষ্ট সাহাবী ‘উমার ইবনুল খাত্ত্বাব এবং ‘আব্দুল্লাহ ইবনু মাছ‘ঊদ (h) এর মর্যাদা ও বৈশিষ্ট্য।
ভাষান্তর শেষে উছতায নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করেছেন-