এটি মুহ্তারাম আশ্শাইখ সালিহ্ আলফাওযান c কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী o এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। এতে ইছলামের মৌলিক বিষয়াদী, সঠিক ইছলামী ‘আক্বীদাহ ও মানহাজ বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ c।
এই পর্বে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে:-
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃআলোচনা।
২) ভুল বিষয়ে কোন ‘আলিমে দ্বীনের অনুসরণ করা উচিত নয়।
৩) অন্ধ অনুসরণকারীদের অন্যতম একটি ভুল হলো- তারা একজন ইমামকে তাঁর কথা কোনরূপ যাচাই-বাছাই ছাড়াই অন্ধভাবে অনুসরণ করে থাকে। তারা তাদের ইমামের কথাকে ক্বোরআন ও ছুন্নাহ্র উপরে প্রাধান্য দিয়ে থাকে। আর এটাই হলো তাদের ‘আক্বীদাহগত সমস্যা। উছতায বিষয়টি অত্যন্ত স্পষ্টভাব আলোচনা করেছেন।
৪) যারা ক্বোরআন ও ছুন্নাহ্র উপরে অন্য কারো মতামতকে প্রাধান্য দিয়ে থাকে, তারা সঠিক পথ থেকে বিচ্যুত।
৫) ‘উলামায়ে কিরামের দায়িত্ব ও করণীয় হলো সত্য সুস্পষ্টভাবে বর্ণনা করা।
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নসমূহের উত্তর প্রদান করা হয়:-
ক) “যে ব্যক্তি ইছলাম ব্যতীত অন্য কোন ধর্ম অন্বেষণ করে, তাহলে তা কখনো গ্রহণযোগ্য হবে না। আর পরকালে সে হবে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত”।ছূরা আ-লে ‘ইমরান- ৮৫
ক্বোরআনে কারীমের এই আয়াতটি কি বিদ‘আতে মুকাফ্ফিরাহ (কাফিরে পরিণতকারী বিদ‘আত) অনুশীলনকারীর ক্ষেত্রে প্রযোজ্য?
খ) কোন বিদ‘আতীর বিরুদ্ধে সতর্ক করলে যারা বলে থাকেন যে, গীবত (পরনিন্দা) করা উচিত নয়, তাদের সাথে আমরা কিরূপ আচরণ করব?
আল্লাহ 0 আপনার মধ্যে বারাকাহ দান করুন!
গ) কোনো বক্তার ভুল-ত্রুটি সম্পর্কে ভিডিও তৈরী করে সেটা সবার জন্য উন্মুক্ত করে দেয়া কি ছুন্নাহ সমর্থন করে?
ঘ) আছ্ছালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শাইখ! কেউ যদি এরকম কোন ‘আলিম থেকে দ্বীনী জ্ঞান অর্জন করতে থাকে, যার সম্পর্কে প্রমাণসহ সতর্ক করা হয়েছে, তাহলে আমরা তাকে কী নাসীহাত করব?
ঙ) যারা শাইখুল ইছলাম ইবনু তায়মিয়াহ ও ইমাম মুহাম্মাদ ইবনু ‘আব্দিল ওয়াহ্হাব (q) এর ন্যায় আহলুছ ছুন্নাহ ওয়াল জামা‘আতের আয়িম্মাহ ও ‘উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক করা কি আবশ্যক এবং তা কিভাবে?
চ) কোন ‘আলিম যার সম্পর্কে ‘উলামায়ে কিরাম সতর্ক করেছেন, এ বিষয়টি না জানতে পেরে কেউ যদি তার কথা শুনে থাকে, তার প্রতি ভালোবাসা পোষণ করে থাকে, তাহলে সেই লোককে প্রথমে বিষয়টি আমরা কিভাবে বলব কিংবা ঐ ‘আলিম থেকে তাকে কিভাবে সাবধান করব?