এটি শাইখ হাম্মাদ বিল্লাহ c প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ ভাষণ। তিনি তাঁর এই বক্তব্যে তাক্বওয়া অর্জনের পন্থা ও পদ্ধতি বিষয়ে আলোচনা করেছেন । তাছাড়া উপস্থিত শ্রোতা-ভাইদের সাথে নিম্নোল্লেখিত কিছু বিষয় নিয়েও আলোচনা করেছেন। বিষয়গুলো হলো:-
(ক) সুদের সাথে সম্পর্কযুক্ত হওয়ার সামর্থ থাকা সত্ত্বেও আল্লাহ্র ভয়ে তা থেকে দূরে থাকা।
(খ) আল্লাহ্র ভয়ে দাড়ি রাখা।
(গ) কোন কারণ বশত কিংবা সমস্যায় পতিত হয়ে সুদ ভিত্তিক ঋণ গ্রহণ করা।
এছাড়াও তাক্বওয়া সম্পর্কিত আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।