নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (২৩নং পর্ব)

এটি উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (c) প্রদত্ত একটি ধারাবাহিক অডিও বক্তব্য। এতে তিনি আমাদের সমাজে নারীরা পারিবারিক, সামাজিক, বৈবাহিক ইত্যাদি নানামুখী যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেসবের কারণ নির্ণয়সহ ক্বোরআন ও ছুন্নাহ ভিত্তিক এর সঠিক সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তাতে সন্তানদের সঠিক লালন-পালন, সুখী সংসার গড়ার উপায় ও পদ্ধতি এবং নারীদের বাইরে কাজ করার বিষয়ে সুষ্পষ্ট দিক-নির্দেশনা সম্বলিত চমৎকার আলোচনা করেছেন। আজকের পর্বে শাইখ লজ্জাশীলতা এবং এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেছেন।
১) বিভিন্ন পরিস্থিতিতে একজন মুছলমানের পোশাক-পরিচ্ছদ কেমন হবে- এ সংক্রান্ত আলোচনা দিয়েই উছতায আজকের ক্লাস শুরু করেছেন।
২) উছতায পূর্ববর্তী ক্লাসের সারসংক্ষেপের প্রতি আলোকপাত করেছেন।
৩) একজন মুছলমানের পোশাক তিন ভাগে বিভক্ত-

ক) শুধু গোপনাঙ্গ আবৃত করার পোশাক।
খ) সাজসজ্জা বা সুন্দর্য অবলম্বনের পোষাক।
গ) তাক্বওয়া বা আল্লাহ ভিরুতা অবলম্বনের পোষাক।

৪) লিবছুত্‌ তাক্বওয়া বা তাক্বওয়ার পোশাক পরিধানের বিভিন্ন উপকারীতা সম্পর্কে উছতায আলোচনা করেছেন।
৫) যথাযথভাবে তাক্বওয়া অবলম্বন না করার কারণে অনেক সময় মুছলমানরা আল্লাহ্‌র (0) হিফাযত ও রাহমাত প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে থাকে।
৬) পাতলা বা স্বচ্ছ কাপড় পরিধান বিষয়ে শারী‘য়াতের হুক্‌ম। নারীদের পরিধেয় বস্ত্র কেমন পুরু হওয়া চাই। পুরুষের পোশাক সম্বন্ধেও শাইখ আলোচনা করেছেন।
৭) পোশাক পরিধানে নারী-পুরুষ একে অপরের অনুসরণ বা সাদৃশ্য অবলম্বন কঠোরভাবে নিষিদ্ধ।
৮) আচার-আচরণ ও পোশাক-পরিচ্ছেদে মুছলমানরা যেভাবে কাফির-মুশরিকদের অনুসরণ ও অনুকরণ করে চলছে।
৯) হাই হিল জুতা (যে জুতার গোড়ালি অস্বাভাকি উঁচু) পরিধান এবং কপালে টিপ দেয়া সম্পর্কে শারী‘য়াতের হুক্‌ম।
৯) পুরুষ কর্তৃক কানের দুল ব্যবহারের হুক্‌ম।
১০) শাড়ি পরিধানের হুক্‌ম।
১১) আঁটসাঁট জামা-কাপড় পরিধান কঠোরভাবে নিষিদ্ধ।
১১) স্মার্টনেস দেখাতে যেয়ে অনেকেই কাপড়-চোপড় ও পোশাক-পরিচ্ছেদে অযথা অনেক টাকা-পয়সা ব্যয় করে থাকেন। এ ব্যাপারে শারী‘য়াতে হুক্‌ম কি?

 

ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:

ক) যদি মাতা-পিতা স্বীয় সন্তানকে এমন প্রতিষ্ঠানে পড়ালেখা করতে বাধ্য করে, যে সকল প্রতিষ্ঠানে সহশিক্ষা ব্যবস্থা (ছেলে-মেয়ে একসাথে একই ক্লাসরুমে পর্দা বর্জিত পাঠদান পদ্ধতি) চালু আছে, তাহলে এক্ষেত্রে একজন ছালাফী মানহাজ অনুসরণকারী সন্তানের করণীয় কি?
খ) السلام عليكم ورحمة الله।
যে সকল পুরুষ সাজসজ্জার নামে হাতে বালা বা কানে দুল পরে কিংবা বিয়ের কথা-বার্তা পাকাপুক্ত করা উপলক্ষে সোনার আংটি পরে থাকে, তাদের ব্যাপারে শারী‘য়াতের হুক্‌ম কি? তাছাড়া সাধারণভাবে আংটি ব্যবহারে শারী‘য়াতের বিধান কি?
গ) السلام عليكم ورحمة الله وبركاته। উছতায! ধুতি, বয়েল ইত্যাদি অত্যন্ত পাতলা সুতি কাপড় দিয়ে তৈরী পাঞ্জাবী যেটি পরিধান করলে শরীর স্পষ্ট দেখা যায়, এমনকি এরকম পাঞ্জাবীর নিচে হাতাওয়ালা বা হাতাছাড়া গেঞ্জী পরিধান করে থাকলে বাইরে থেকে সেই গেঞ্জীর বাণিজ্যিক নাম বা চিহ্নও স্পষ্ট দেখা যায়, অনেক ইমাম ও মুআয্‌যিন সাহেবও এরূপ পাঞ্জাবী পরে থাকেন। প্রশ্ন হলো এরুপ পাঞ্জাবী বা পোশাক পরিধান করা কি শারী‘য়াতের দৃষ্টিতে জায়িয?
ঘ) السلام عليكم ورحمة الله।
মহিলাদের জন্য ব্লাউজ, টপস (যা দেখতে শার্টের মতো), ট্রাউজার, মহিলাদের জন্য তৈরী জিনস, সালওয়ার, ঢিলা প্যান্ট, আঁটসাঁট পোশাক ইত্যাদি ঘরে কিংবা ঘরের বাইরে পরিধান করা কি জায়িয?
ঙ) একজন ছালাফী সন্তান কর্তৃক বিপথগামী মাতা-পিতাকে দা‘ওয়াত দেয়ার ফলে যদি ফিতনাহ বৃদ্ধি পেতে থাকে তাহলে কখন তাদেরকে দা‘ওয়াত দেয়া বন্ধ করে দেয়া উচিত?

Subscribe to our mailing list

* indicates required
Close