নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (১৬তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ c এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
তাছাড়া বিশেষভাবে এখানে কথার দ্বারা পাপ করার এবং শিকায়াত করার বিষয়ে আলোচনা করা হয়েছে। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) উছতায শিকায়াত বা অভিযোগের সংজ্ঞা উদাহরণসহ তুলে ধরেছেন।
২) অভিযোগ করা কখন প্রশংসনীয় আর কখন নিন্দনীয়।
৩) আল্লাহ্‌র (0) নিকট শিকায়াত করা জায়িয, তবে এর সঠিক পদ্ধতি কী? উছতায বেশক’টি উদাহরণসহ বিষয়টি ব্যাখ্যা করেছেন।
৪) একে অপরের বিষয়ে কিভাবে অভিযোগ করবে? অভিযোগের নামে নারী-পুরুষ একে অপরকে কিভাবে দোষারোপ করে থাকে?
৫) নারীদের প্রতি উছতায হাম্মাদ বিল্লাহ্‌র (c) চমৎকার আহ্বান ও অতিগুরুত্বপূর্ণ উপদেশ।

Subscribe to our mailing list

* indicates required
Close