আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের নীতি ও আদর্শ

শুধু মুখে দাবি করলেই আহলে ছুন্নাত ওয়াল জামা‘আত হওয়া যায় না বরং তজ্জন্য তাদের পথ ও পদাঙ্ক যথাযথভাবে অনুসরণ করতে হয়। আর সঠিকভাবে অনুসরণের জন্য সর্বাগ্রে প্রয়োজন সঠিক জ্ঞান। তাই আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আহ বলতে কি বুঝায়? প্রকৃত অর্থে কারা আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আহ? তাদের অনুসৃত পথ, পদ্ধতি, নীতি ও আদর্শ কী? তারা কিভাবে হিদায়াতপ্রাপ্ত হয়েছিলেন? সঠিক দালীল-প্রমাণসহ প্রথমে এসব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।

সব গুলো অডিও শুনতে এখানে ক্লিক করুন

ছালাফে সালিহীনের মানহাজের উপর অটল ও অবিচল থাকার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং উপায় ও পদ্ধতি (১ম পর্ব)

এই অডিওটি হলো শাইখ মুহাম্মাদ ইবনু ‘উমার বাযমূল حفظه الله প্রদত্ত “ছালাফে সালিহীনের অনুসৃত নীতির উপর অটল ও অবিচল থাকা” বিষয়ে প্রদত্ত একটি মূল্যবান ‘আরাবী ভাষণের বাংলা ভাষান্তর। এতে নিম্নোক্ত বিষয়গুলো অত্যন্ত সরল ও সাবলীলভাবে আলোচনা করা হয়েছে:-
১) কিভাবে ছালাফী মানহাজের উপর অটল ও অবিচল থাকা যায়?
২) অটল বা অবিচল থাকার অর্থ।
৩) ফিরিশতাগণ মু’মিনগণকে সঠিক মানহাজের উপর অবিচল থাকতে সহযোগিতা করেন।

Subscribe to our mailing list

* indicates required
Close