শেষ দিনের প্রতি বিশ্বাস বলতে কি বুঝায়?

‘আক্বীদাহ যদি সঠিক ও বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ না হয় তাহলে কোন ‘আমাল বা ‘ইবাদাতই আল্লাহ্‌র (0) নিকট গ্রহণযোগ্য হবেনা, সবই হবে প্রত্যাখ্যাত। তাই সর্বাগ্রে বিশুদ্ধ তাওহীদী ‘আক্বীদাহ-বিশ্বাস সম্পর্কে এবং যে যে বিষয়ে ঈমান পোষণ করতে হবে সেসব বিষয়ে ঈমানের সঠিক রূপরেখা কি, সে সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য।

সব গুলো প্রবন্ধ দেখতে এখানে ক্লিক করুন

“শেষ দিনের প্রতি বিশ্বাস” বলতে কি বুঝায়?

শেষ দিনের প্রতি বিশ্বাস হলো:- ইয়াওমুল ক্বিয়ামাহ বা ক্বিয়ামাত দিবস এবং পরকাল সম্পর্কে আল্লাহ سبحانه وتعالى ও তাঁর রাছূল صلى الله عليه وسلم প্রদত্ত যাবতীয় সংবাদের প্রতি ঈমান পোষণ করা। পুনরুজ্জীবন ও পুনরুত্থানে বিশ্বাস করা, তথা দৃঢ়ভাবে এই বিশ্বাস পোষণ করা যে, আল্লাহ عز وجل যিনি সমস্ত সৃষ্টিকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, তিনিই সমস্ত কিছু ধ্বংস

সব গুলো অডিও শুনতে এখানে ক্লিক করুন

ড. আশ্‌ শাইখ সালিহ্‌ আল ফাওযান কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম আল বারবাহারী রচিত “শারহুছ্ ছুন্নাহ (ছুন্নাতের ব্যাখ্যা)” (৩৭নং পর্ব)

এটি মুহ্‌তারাম আশ্‌শাইখ সালিহ্‌ আলফাওযান (حفظه الله) কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী (رحمه الله) এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্‌ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (حفظه الله)।
বক্তব্যের এ পর্বে উছতায মীযান তথা দাড়ীপাল্লা সম্পর্কে আলোচনা করেছেন। এছাড়া এতে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কেও অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে:-
১) ক্বাব্‌রের ‘আযাব এবং ক্বাব্‌রের ফিতনাহ এ দু’য়ের মধ্যে পার্থক্য কী?
২) ক্বাব্‌রের ফিতনাহ কখন শুরু হবে-এ বিষয়ে শাইখ সালিহ্‌ আল ‘উছাইমীন رحمه الله যা বলেছেন, উছতায এখানে তা আলোচনা করেছেন।
৩) দাফন কার্য বিলম্বিত হলে কিংবা মৃত ব্যক্তিকে হিমায়িতভাবে (বরফের মাধ্যমে) সংরক্ষণ করা হলে

ড. আশ্‌ শাইখ সালিহ্‌ আল ফাওযান কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম আল বারবাহারী রচিত “শারহুছ্ ছুন্নাহ (ছুন্নাতের ব্যাখ্যা)” (৩৫নং পর্ব)

এটি মুহ্‌তারাম আশ্‌শাইখ সালিহ্‌ আলফাওযান (حفظه الله) কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী (رحمه الله) এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্‌ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (حفظه الله)।
বক্তব্যের এ পর্বে উছতায মীযান তথা দাড়ীপাল্লা সম্পর্কে আলোচনা করেছেন। এছাড়া এতে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কেও অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে:-
১) আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘আক্বীদাহ-র অন্তর্ভুক্ত অন্যতম একটি বিষয় হলো- ক্বাবরের শাস্তি ও সুখ-শান্তিতে বিশ্বাস পোষণ করা।
২) দুন্‌ইয়া ও আখিরাতের জীবনের মধ্যবর্তী সময়কালই হলো ক্বাবরের জীবন। আর এজন্যই এ সময়কালকে বারযাখ তথা অন্তবর্তীকালীন জীবন বা (দুন্‌ইয়া ও আখিরাতের জীবনের মধ্যে)অন্তরালের জীবন বলা হয়।

আল ফাওয়াইদ: শেষ বিচারের দিন সম্পর্কিত আলোচনা

এই আলোচনাটি মূলত ইমাম ইবনুল ক্বায়্যিম আল জাওযিয়্যাহ رحمه الله এর প্রখ্যাত গ্রন্থ “আল ফাওয়ায়িদ” থেকে করা হয়েছে। ‘আরাবী থেকে বাংলায় ভাষান্তরিত আলোচনাটি করেছেন শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله। ক্বিয়ামাত দিবস তথা পুনরুত্থান দিবস সম্পর্কে অত্যন্ত জ্ঞানগর্ব এ বক্তৃতায় মৃত্যূর পর পুনরুত্থান বা পুনর্জীবিত হওয়ার দালীল-প্রমাণগুলো পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়েছে। যারা মৃত্যূর পর পুনরুত্থান বা পুনর্জীবিত হওয়ার বিষয়টিকে অস্বীকার করেন, এই বক্তৃতাটি তাদের সন্দেহ ও সংশয় নিরসনে আল্লাহ চাহেতো ভূমিকা রাখবে।

Subscribe to our mailing list

* indicates required
Close