করোনাভাইরাস সম্পর্কিত ইছলামিক দৃষ্টিভঙ্গি

ধারাবাহিক এই অডিও বক্তব্যগুলো উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله একটি ধারাবাহিক অডিও বক্তব্য। ‘আরবীতে দু’টি বিষয় আছে- একটি হচ্ছে আল-ওয়াবা, আরেকটি হচ্ছে আত্ব-ত্বা’ঊন। ওয়াবা থেকে ত্বা’ঊন আরো মারাত্মক ও বিপর্যয় সৃষ্টিকারী। ত্বা’ঊনে মানুষের মৃত্যুহার অনেক বেশি হয়ে থাকে। এটি দ্রুত বিস্তার লাভ করে। ওয়াবাও একধরনের সংক্রামক ও মহামারী। কিন্তু এতে মৃত্যুহার থাকে তুলনামূলক কম।

Subscribe to our mailing list

* indicates required
Close