• Live class

    Topic: Lum’atul I’tiqad of Imam Ibn Qudamah (Class # 80)
    Speaker: Shaykh Mohammad Hammad Billaah حفظه الله
    (Shaykh Mohammad Hammad Billaah is a Renowned Salafi Da'ee & an Islaamic Scholar of Bangladesh)
    Date: Sunday, January 15, 2023
    Time: 10:30 AM (New York), 9:30 PM (Bangladesh), 9:00 PM (India) & 3:30 PM (UK), إن شاء الله 
    Listen LIVE:
    Click Here

    2

ড. আশ্‌ শাইখ সালিহ্‌ আল ফাওযান কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম আল বারবাহারী রচিত “শারহুছ্ ছুন্নাহ (ছুন্নাতের ব্যাখ্যা)” (৪২নং পর্ব)

এটি মুহ্তারাম আশ্শাইখ সালিহ্ আলফাওযান (حفظه الله) কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী (رحمه الله) এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর।
বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (حفظه الله)। অদ্যকার আলোচনায় উছতায মৃতরা জীবিতদের কথা শুনতে পায় কি না?- এ বিষয়ে মূল্যবান আলোচনা করেছেন। এছাড়াও তাতে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে:-
১) সকল শিরকের মূল কারন কি?
২) ক্বাবর কেন্দ্রিক শিরককে মূলোৎপাটনের উপায়সমূহ কি কি?
৩) ক্বাবর কেন্দ্রিক শিরককারীদের মূল আকিদাহ মূলত ২টি। – (ক) তারা মনে করে, মৃতরা তাদের ডাক শুনতে পায়। এবং, (খ) মৃতরা তাদের ডাকে সাড়া প্রদান করে।

ড. আশ্‌ শাইখ সালিহ্‌ আল ফাওযান কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম আল বারবাহারী রচিত “শারহুছ্ ছুন্নাহ (ছুন্নাতের ব্যাখ্যা)” (৪১নং পর্ব)

এটি মুহ্তারাম আশ্‌শাইখ সালিহ্ আল ফাওযান (حفظه الله) কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী (رحمه الله) এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা মুহাম্মাদ হাম্মাদ বিল্লাহ (حفظه الله)।
বক্তব্যের এ পর্বে উছতায রূহ্‌ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এছাড়া এতে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কেও অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে:-
১) মৃতরা কি ক্বাবরে জীবিত? আর তারা কি জীবিতদের ডাক শুনতে পায়?
২) মৃতদের রূহ্‌ কি জীবিতদের সাথে অথবা তাদের পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে?
৩) মানুষ শিরকে আকবারে নিপতিত হওয়ার মূল কারণ কি?
৪) মৃত ব্যক্তির নিকট জীবিতরা সাহায্য প্রার্থনা করতে পারবে কি?

ড. আশ্‌ শাইখ সালিহ্‌ আল ফাওযান কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম আল বারবাহারী রচিত “শারহুছ্ ছুন্নাহ (ছুন্নাতের ব্যাখ্যা)” (৪০নং পর্ব)

এটি মুহ্তারাম আশ্‌শাইখ সালিহ্ আল ফাওযান حفظه الله কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী رحمه الله এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ حفظه الله।
বক্তব্যের এ পর্বে উছতায একজন মানুষের মৃত্যুর পূর্ববর্তী ও পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আলোচনার প্রধান ও উল্লেখযোগ্য বিষয়গুলো হলো নিম্নরূপ:-
১) মৃত্যু বলতে আমরা কী বুঝি? দেহ থেকে রূহ্‌ বের হয়ে যাওয়ার নামই মৃত্যু।
২) প্রাণহরন সম্পর্কিত ক্বোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা এবং এতদসংশ্লিষ্ট সংশয় নিরসন।
৩) রূহ্‌ ক্বাব্‌যের সময় একজন মু’মিন ও কাফিরের কি অবস্থা হতে পারে? তাদের মধ্যে কি কি পার্থক্য করা হবে?

ক) মূমিনের রূহ্‌ থেকে সুঘ্রাণ ছড়াবে। তার জন্য আছমানের দরজা খুলে দেয়া হবে। কাফিরের রূহ্‌ থেকে দুর্গন্ধ ছড়াবে। তার জন্য আছমানের দরজা বন্ধ করে দেয়া হবে।

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৩৫তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন।
পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
এই পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله বিশেষ করে বিয়ের ব্যাপারে আলোচনা করেছেন। আরো যেসব বিষয় আলোচনা করেছেন তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ বিশেষ কয়েকটি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) বিয়ে শব্দের আভিধানিক ও পারিভাষিক ব্যাখ্যা এবং বিয়ে ব্যবস্থা প্রচলন করার প্রকৃত কারণসমূহ।
২) দ্বীনে ইছলামে সন্ন্যাসবাদের কোন স্থানে নেই।

হাজ্ব ও ‘উমরাহর রুক্‌ন সমূহ

‘ইবাদতের ক্ষেত্রে রুক্‌ন বলা হয় সেই সব কাজ বা বিষয়কে, যেগুলো পালন ব্যতীত ‘ইবাদত বাতিল হয়ে যায় এবং ‘ইবাদত সঠিক বা বিশুদ্ধ হওয়ার জন্য যেগুলো সম্পাদনের কোন বিকল্প নেই।

আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (৪২নং পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছ্তায হাম্মাদ বিল্লাহ حفظه الله। এতে ছালাফে সালিহীনের (رضي الله عنهم) আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব–বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন। বক্তব্যের এ পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله বিশেষ করে ‘ঈছা عليه السلام ও মাহদি عليه السلام সম্পর্কে নিম্নোক্ত বিষয়াদি আলোচনা করেছেন:-
১) ‘ঈছা عليه السلام এর অবতরণের বিষয়টি কুরআন, ছুন্নাহ ও ইজমা দ্বারা প্রমাণিত।
২) ‘ঈছা عليه السلام কোথায় এবং কিভাবে অবতরণ করবেন?
৩) ‘ঈছা عليه السلام এর নিঃশ্বাস তার দৃষ্টি সীমা পর্যন্ত পৌঁছাবে। তার নিঃশ্বাস যে সকল কাফিরের শরীরে লাগবে, তারা মারা যাবে।

আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (৪০নং পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছ্‌তায হাম্মাদ বিল্লাহ حفظه الله। এতে ছালাফে সালিহীনের (رضي الله عنهم) আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব–বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন। বক্তব্যের এ পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله বিশেষ করে দাজ্জাল সম্পর্কে নিম্নোক্ত বিষয়াদি আলোচনা করেছেন:-

১) আমাদের আলোচ্য বিষয়- আশ্‌রাত্বোছ্‌ ছা‘আহ বা ক্বিয়ামাতের ‘আলামাত। ক্বিয়ামাতের ‘আলামাতকে আমরা দুইভাগে ভাগ করতে পারি। যার একটা হলো ‘আলামাতে সুগরা আরেকটা হলো ‘আলামাতে কুবরা। ছোট ছোট ‘আলামাত এবং বড় আলামাত। আর বড় ‘আলামাতগুলোর মধ্য হতে একটা ‘আলামত হচ্ছে- দাজ্জালের আত্মপ্রকাশ। এ সম্পর্কে আমরা বেশ কিছু আলোচনা ইতোঃপূর্বে করেছি। আজকে দাজ্জাল সম্পর্কে আর সামান্য কিছু আলোচনা দ্বারা এই প্রসঙ্গ শেষ করার আশা পোষণ করছি।

Subscribe to our mailing list

* indicates required
Close