• Live class

    Topic: Lum’atul I’tiqad of Imam Ibn Qudamah (Class # 80)
    Speaker: Shaykh Mohammad Hammad Billaah حفظه الله
    (Shaykh Mohammad Hammad Billaah is a Renowned Salafi Da'ee & an Islaamic Scholar of Bangladesh)
    Date: Sunday, January 15, 2023
    Time: 10:30 AM (New York), 9:30 PM (Bangladesh), 9:00 PM (India) & 3:30 PM (UK), إن شاء الله 
    Listen LIVE:
    Click Here

    2

আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (৩৩তম পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله। এতে ছালাফে সালিহীনের (رضي الله عنهم) ‘আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব–বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ্‌র সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন।
বক্তব্যের এ পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله বিশেষ করে ক্বাযা ও ক্বাদ্‌র সহ নিম্নোক্ত বিষয়ে আলোচনা করেছেন:-
১) উছতায (حفظه الله) এই পর্বের শুরুতে পুর্ববর্তী ক্লাসের গুরুত্বপূর্ণ দু’-একটি বিষয় পূণঃ আলোচনা করেন।
২) আমাদের অবশ্য কর্তব্য হলো তাক্বদীরের ভালো ও মন্দে বিশ্বাস পোষণ করা।
৩) তাক্বদীরের প্রতি ঈমান বলতে বুঝায় নিম্নোক্ত চারটি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা:-

(ক) এই বিশ্বাস স্থাপন করতে হবে যে, অতীতে যা কিছু ছিল এবং বর্তমান ও ভবিষ্যতে যা কিছু হচ্ছে

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (২১তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
এই পর্বে উছতায “আল-হায়া” বিষয়ে আলোচনা করেছেন। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) লজ্জাশীলতা ও তার গুরুত্ব সম্পর্কে ধারাবাহিক আলোচনা।
২) ঈমানদারের অন্যতম গুণ বা বৈশিষ্ট্য হলো হায়া।
৩) ছা‘আদ ইবনু ‘উবাদাহ رضي الله عنه এর হায়া সম্পর্কিত একটি কথা এবং এর উপর রাছূলুল্লাহ صلى الله عليه وسلم এর অভিমত।
৪) হায়া বা লজ্জাশীলতা দুই প্রকার-

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (২০তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
এই পর্বে উছতায “আল-হায়া” বিষয়ে আলোচনা করেছেন। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) লজ্জাশীলতা ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ।
২) লজ্জাশীলতার অভাবে আমাদের সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে উছতায আলোচনা করেছেন।
৩) ইমাম ইবনুল ক্বায়্যিম رحمه الله লজ্জাশীল হওয়ার বা লজ্জাশীলতার গুণ অর্জনের যেসব উপায় বর্ণনা করেছেন, উছতায নিম্নে সেগুলো তুলে ধরেছেন।

(ক) এই জ্ঞান অর্জন করা যে, আল্লাহ سبحانه وتعالى তাকে (প্রতিটি মানুষকে) প্রতিটি মূহুর্তে নজরদারি করছেন।

ড. আশ্‌ শাইখ সালিহ্‌ আল ফাওযান কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম আল বারবাহারী রচিত “শারহুছ্ ছুন্নাহ (ছুন্নাতের ব্যাখ্যা)” (৩২তম পর্ব)

এটি মুহ্‌তারাম আশ্‌শাইখ সালিহ্‌ আলফাওযান حفظه الله কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী رحمه الله এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্‌ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ حفظه الله। এই পর্বে ইছলামী ‘আক্বীদাহ্‌র অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করা হয়েছে। আর সেটি হলো- “ক্বিয়ামাতের দিন ঈমানদারগণ তাদের মহান পালনকর্তা আল্লাহ্‌কে (سبحانه وتعالى) স্বচক্ষে (বাহ্যিক/দৈহিক চোঁখে) দেখবেন। তিনি তাদের থেকে হিসাব গ্রহণ করবেন অথচ তাঁর ও বান্দাহদের মধ্যে তখন কোন পর্দা বা আবরণ কিংবা কোন অনুবাদকারী মধ্যস্থ থাকবে না”।
অডিওটিতে নিম্নোক্ত বিষয়াদী অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করা হয়েছে:-
১) ‘আক্বীদাহ বিষয়ক জ্ঞান অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এটিকে (‘আক্বীদাহ বিষয়ক জ্ঞান অর্জনকে) তুচ্ছ বা হালকা মনে করার কোন অবকাশ নেই।
২) আ-খিরাতে আল্লাহ্‌কে (عز وجل) দেখার বিষয়ে মুছলমান দাবীদারগণ নিম্নোক্ত তিন ভাগে বিভক্ত:

(এক) যারা আল্লাহ্‌কে (سبحانه وتعالى) দুন্‌ইয়াতে হোক বা আখিরাতে হোক

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (১৯তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
এই পর্বে উছতায  “আল-হায়া” বিষয়ে আলোচনা করেছেন। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) ইমাম নাওয়াওয়ী رحمه الله, জুনাইদ رحمه الله, যুন্‌নূন رحمه الله, ইমাম ইবনু ক্বায়্যিম رحمه الله সহ আরো অন্যান্য ‘উলামায়ে কিরাম কর্তৃক প্রদত্ত হায়া বা লজ্জাশীলতার সংজ্ঞা।
২) ক্বাল্‌ব তথা অন্তরের প্রাণ বা হায়াত এবং লজ্জাশীলতা বা হায়া এ দুটি বিষয় পারস্পরিক সম্পর্কযুক্ত ও সহায়ক।
৩) লজ্জাশীলতা সম্পর্কে ফুযায়ল ইবনু ‘ইয়ায رحمه الله এর বক্তব্য।
৪) মহান পালনকর্তা; আল্লাহ্‌র (سبحانه وتعالى) লজ্জাশীলতা এবং বান্দাহ্‌র লজ্জাশীলতার

আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (৩২তম পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله। এতে ছালাফে সালিহীনের (رضي الله عنهم) ‘আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব–বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ্‌র সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন।
বক্তব্যের এ পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله বিশেষ করে ক্বাযা ও ক্বাদ্‌র সহ নিম্নোক্ত বিষয়ে আলোচনা করেছেন:-
১) আল্লাহর (سبحانه وتعالى) অন্যতম একটি গুণ হলো- তিনি যা চান তা-ই করে থাকেন। তার ইচ্ছা ব্যতীত কিছুই হতে পারে না এবং কোন কিছুই তার ইচ্ছাকে এড়িয়ে যেতে পারে না। দুন্‌ইয়াতে এমন কিছু নেই যা আল্লাহ্‌র (عز وجل) পূর্ব নির্ধারণ (তাক্বদীর) ও ফায়সালা থেকে বেরিয়ে যেতে পারে। এমন কেউ নেই যে তার জন্য আল্লাহ্‌র (جل وعلا) নির্ধারিত ক্বাদার যেটি আগে থেকে

হাজ্জ কার উপর ফার্‌য? হাজ্জ ফার্‌য হওয়ার জন্য শর্ত কয়টি ও কি কি?

হাজ্জ ফার্‌য হওয়ার জন্য পুরুষদের ক্ষেত্রে পাচটি এবং মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত আরো একটি অর্থাৎ ৬টি শর্ত রয়েছে। এই শর্তগুলো একত্রে একসাথে যখনই যার মধ্যে পাওয়া যাবে, সাথে সাথে তার উপর হাজ্ব সম্পাদন করা ফার্‌য হয়ে যাবে।

এ কথার প্রমাণ হলোঃ- ইবনে ‘আব্বাছ رضي الله عنه থেকে বর্ণিত হাদীছ- রাছূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেনঃ-

تعجلوا إلى الحج فإن أحكم لايدرى مايعرض له. (رواه الإمام أحمد)

অর্থাৎ:- তোমরা হাজ্ব আদায়ে দ্রুত এগিয়ে যাও, কেননা তোমাদের কেউই জানে না যে তার সামনে কি আসবে। (অর্থাৎ, সে কি অবস্থার সম্মুখিন হবে, আগামীতে তার হাজ্ব আদায়ের সামর্থ থাকবে কি – না।) (মুছনাদে ইমাম আহমাদ)

সারা জীবনে একবার মাত্র হাজ্জ আদা করা ফার্‌য। এ কথার প্রমাণ হলো-ইবনু ‘আব্বাছ رضي الله عنه থেকে বর্ণিত, আক্বরা‘ বিন হাবিছ رضي الله عنه রাছূলুল্লাহ্‌কে (صلى الله عليه وسلم) জিজ্ঞেস করেছিলেনঃ-

يا رسول الله الحج في كل سنة أو مرة واحدة؟ قال ‏ ‏بل مرة واحدة فمن زاد فهو تطوع. (أخرجه أبو داود‏)

অর্থাৎ:- হে আল্লাহ্‌র রাছূল ! হাজ্ব কি প্রতি বছর, না একবার? রাছূলুল্লাহ صلى الله عليه وسلم বললেনঃ- (প্রতি বছর নয়) বরং একবার, সুতরাং যে একাধিকবার করবে সেটা হবে নাফল। (আবূ দাঊদ)

Subscribe to our mailing list

* indicates required
Close