“ফিরিশতাগণের প্রতি বিশ্বাস” বলতে কি বুঝায়?

ফিরিশতাগণের প্রতি বিশ্বাস পোষণ করার অর্থ হলো:- ব্যাপক ও বিশদভাবে দৃঢ়ভাবে এ বিশ্বাস পোষণ করা যে, আল্লাহ্‌র (0) অসংখ্য মালাইকাহ (ফিরিশতা) রয়েছেন। তাদেরকে তিনি তাঁর আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন।

তাদের বর্ণনা দিয়ে আল্লাহ 7 ইরশাদ করেছেন:-

بَلْ عِبَادٌ مُّكْرَمُونَ. لَا يَسْبِقُونَهُ بِالْقَوْلِ وَهُم بِأَمْرِهِ يَعْمَلُونَ. يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى وَهُم مِّنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ.سورة الأنبياء- ٢٦-٢٨

অর্থাৎ- বরং তারা সম্মানিত বান্দাহ। তাঁরা তাঁর (আল্লাহ্‌র) আগে বেড়ে কোন কথা বলেন না, বরং সর্বদা তাঁর আদেশেই কাজ করেন। তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত, তারা সুপারিশ করে শুধু তাদের জন্য যাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তাঁরা (ফিরিশতাগণ) তাঁর ভয়ে ভীত।ছূরা আল আম্বিয়া- ২৬-২৮

আল্লাহ্‌র মালাইকাহ্‌গণ অনেক প্রকার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তন্মধ্যে একদল তাঁর ‘আরশ বহনের কাজে, অপর দল জান্নাত ও জাহান্নামের তত্ত্বাবধানে এবং আরেক দল মানুষের “নামায়ে ‘আমাল” (‘আমালনামা) সংরক্ষণের দায়িত্বে, ইত্যাদি আরো বিভিন্ন প্রকার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। আমরা বিশেষভাবে ঐসব মালাইকাহ্‌দের প্রতি বিশ্বাস পোষণ করব, যাদের নাম আল্লাহ 8 ও তাঁর রাছূল 1 উল্লেখ করেছেন।

যেমন- জিবরাঈল 5, মীকাঈল 5, ইছরাফীল 5, এবং জাহান্নামের তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত ফিরিশতা “মালিক”। এরা প্রত্যেকেই আল্লাহ 0 কর্তৃক নির্ধারিত দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

‘আয়িশা f হতে বর্ণিত হাদীছে রয়েছে যে, নাবী কারীম 1 বলেছেন:-

خُلِقَتِ الْمَلَائِكَةُ مِنْ نُورٍ ، وَخُلِقَ الْجَانُّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ ، وَخُلِقَ آدَمُ مِمَّا وُصِفَ لَكُمْ.صحيح مسلم

অর্থ- মালাইকাহ্‌গণকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে, আর জিন জাতিকে নির্ধূম অগ্নিশিখা হতে সৃষ্টি করা হয়েছে এবং আদমকে তা থেকেই সৃষ্টি করা হয়েছে যা তোমাদের নিকট বর্ণনা করা হয়েছে (ক্বোরআনে)।সাহীহ্‌ মুছলিম

 

{সূত্র:- শাইখ ‘আব্দুল ‘আযীয ইবনু ‘আব্দিল্লাহ ইবনু বায সংকলিত “আল ‘আক্বীদাতুস্‌ সাহীহাহ ওয়ামা ইয়ুযা-দ্দোহা”}

 


১. سورة الأنبياء- ٢٦-٢٨ 
২. ছূরা আল আম্বিয়া- ২৬-২৮ 
৩. صحيح مسلم 
৪. সাহীহ্‌ মুছলিম 

Subscribe to our mailing list

* indicates required
Close