এটি শাইখ হাম্মাদ বিল্লাহ c প্রদত্ত অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ একটি বক্তৃতা। এতে তিনি “লা ইলা-হা ইল্লাল্লা-হ” এর ৭টি শর্ত এবং এসবের ব্যাখ্যা বর্ণনা করেছেন। এগুলোকে সঠিকভাবে জানা-বুঝা ও বাস্তবায়ন করা বিশেষতঃ প্রত্যেক মুছলমানের উপর ওয়াজিব। “লা- ইলা-হা ইল্লাল্লা-হ” এর শর্তগুলো হলো, যথা- ১) আল ‘ইল্ম বা জ্ঞান (“লা ইলা-হা ইল্লাল্লা-হ” এই শাহাদাহ্র অর্থ, তাৎপর্য ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন)। ২) আল ইয়াক্বীন বা বিশ্বাস। ৩) আল ইখলাস বা নিয়্যাতের বিশুদ্ধতা। ৪) আস্সিদ্ক্ব বা সত্যবাদীতা। ৫) আল মাহাব্বাহ বা আন্তরিক ভালোবাসা। ৬) আল ইনক্বিয়াদ বা যথাযথ আনুগত্য। ৭) আল ক্বাবূল বা মনে-প্রাণে মেনে নেয়া।