আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (৭ম পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন o কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী o এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিও রূপে এটি ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c। এতে ছালাফে সালিহীনের ‘আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আর যুগে যুগে আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের স্বভাব বা বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ্‌র সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন। বক্তব্যে উল্লেখিত মূল বিষয়গুলো:-

(১) “বিদ‘আত পরিচিতি” পূনঃআলোচনা এবং এ সম্পর্কে ‘উলামায়ে কিরামের বক্তব্য।  
(২) যারা রাছূলুল্লাহ 1 ও সাহাবায়ে কিরামের (g) ‘আক্বীদাহ ও ‘আমালের বিরোধিতা করে তাদের সম্পর্কে কিছু কথা।
(৩) বিদ‘আতের শার‘য়ী বিধান।
(৪) বিশিষ্ট সাহাবী ‘আব্দুল্লাহ ইবনু মাছ‘ঊদ e এর অবস্থা ও তাঁর জীবনের সংক্ষিপ্ত কিছু ঘটনাবলী।  
(৫) ছালাফে সালিহীনের (g) ‘আক্বীদাহ ও মানহাজ সম্পর্কে জানা আমাদের কর্তব্য।
(৬) ছালাফে সালিহীনের (g) জীবন বৃত্তান্ত জানা খুবই জরুরী ও গুরুত্বপূর্ণ।

Subscribe to our mailing list

* indicates required
Close