আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (২৪তম পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন o কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী o এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c । এতে ছালাফে সালিহীনের (4) ‘আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব–বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ্‌র সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন। এই পর্বেও উছতাযের বক্তব্যের বিষয়বস্তু ছিল “আল্লাহ 7 আকাশের উপরে, ‘আর্‌শের ঊর্ধ্বে এবং সবকিছুর ঊর্ধ্বে”। এ পর্যায়ে উছতায হাম্মাদ বিল্লাহ c নিম্নোক্ত বিষয়ে আলোচনা করেছেন:-
১) ইমাম ইবনু ক্বোদামাহ o কর্তৃক বর্ণিত বিষয়াদির সাথে সম্পর্কিত জরুরী আরো কিছু বিষয় উছতায আলোচনা করেছেন।
২) যদি আল্লাহ 0 ‘আর্‌শের উপরে হয়ে থাকেন, তাহলে তিনি আমাদের সাথে কিভাবে আছেন? উছতায এরূপ সন্দেহ ও প্রশ্নের বিস্তারিত জবাব প্রদান করেছেন।
৩) যারা দাবি করে যে আল্লাহ 8 সর্বত্র বা সবকিছুর মধ্যে বিরাজমান, তাদের দাবি প্রত্যাখ্যান ও খন্ডন।

 

ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) যারা সারা বিশ্বে একই দিনে সিয়াম পালন ও ‘ঈদ উদযাপনের দাবি করে, আজকের এই আলোচনার দ্বারা কি তাদের এই দাবি খন্ডন করা যেতে পারে?
খ) السلام عليكم‎। আল্লাহ 0 আমাদের সাথে কিভাবে আছেন? বিষয়টি যদি পুনরায় বলতেন। আল্লাহ 7 আপনার মধ্যে বারাকাহ দান করুন!
গ) হুলূল কি এবং হুলূলী কাদেরকে বলা হয়?

Subscribe to our mailing list

* indicates required
Close