ড. আশ্‌ শাইখ সালিহ্‌ আল ফাওযান কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম আল বারবাহারী রচিত “শারহুছ্ ছুন্নাহ (ছুন্নাতের ব্যাখ্যা)” (৪১নং পর্ব)

এটি মুহ্তারাম আশ্‌শাইখ সালিহ্ আল ফাওযান (c) কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী (o) এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা মুহাম্মাদ হাম্মাদ বিল্লাহ (c)।
বক্তব্যের এ পর্বে উছতায রূহ্‌ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এছাড়া এতে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কেও অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে:-
১) মৃতরা কি ক্বাবরে জীবিত? আর তারা কি জীবিতদের ডাক শুনতে পায়?
২) মৃতদের রূহ্‌ কি জীবিতদের সাথে অথবা তাদের পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে?
৩) মানুষ শিরকে আকবারে নিপতিত হওয়ার মূল কারণ কি?
৪) মৃত ব্যক্তির নিকট জীবিতরা সাহায্য প্রার্থনা করতে পারবে কি?
৫) মৃত্যুর পর অলী-আওলিয়াদের ক্ষমতা কি বৃদ্ধি পেয়ে যায়? তারা কি আদৌ কোন উপকার করার ক্ষমতা রাখে?
৬) বিপদে পড়লে সাহায্য চাওয়ার প্রকৃত ও একমাত্র হক্বদার কে?
৭) যদি কোন ব্যক্তি কোন ব্যাপারে সাহায্য করতে সক্ষম হয়, তবে শুধুমাত্র ওই ব্যাপারেই ওই লোকের কাছে সাহায্য চাওয়া যাবে।
৮) পূর্বের যামানার মুশরিকরাও বর্তমান সময়ের নামধারী মুছলমানদের চেয়ে উত্তম কেন? এর বিস্তারিত ব্যাখ্যা।

Subscribe to our mailing list

* indicates required
Close