ড. আশ্‌ শাইখ সালিহ্‌ আল ফাওযান কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম আল বারবাহারী রচিত “শারহুছ্ ছুন্নাহ (ছুন্নাতের ব্যাখ্যা)” (৩৯নং পর্ব)

এটি মুহ্‌তারাম আশ্‌শাইখ সালিহ্‌ আলফাওযান (c) কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী (o) এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্‌ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (c)। অদ্যকার আলোচনায় উছতায রূহ্‌ সম্পর্কে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। আলোচনার প্রধান ও উল্লেখযোগ্য বিষয়গুলো হলো নিম্নরূপ:-
১) রূহ্‌ কী? রূহের তাৎপর্য এবং রূহ্‌ বলতে আসলে কি বুঝায়?
রূহের হাক্বীক্বাত ব্যাখ্যা করতে যেয়ে মানুষ তিনভাগে বিভক্ত হয়ে পড়েছে। উছতায বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।
২) আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন রূহ্‌ আমাদের থেকে পৃথক হয়ে যায়।
৩) রূহ্‌ এবং নাফ্‌ছ্‌ দু’টো কি একই বস্তু না ভিন্ন ভিন্ন?
৪) রূহ্‌ বিষয়ে কোনরূপ আলোচনা করা থেকে কি আমাদের বিরত থাকা উচিত? এ বিষয়ে ইমাম ইবনু তাইমিয়াহ o এর বক্তব্য।
৫) রূহ্‌ কি মৃত্যুবরণ করে? এবিষয়ে ছূরা আ-লে ‘ইমরানের ১৮৫ নং আয়াত ও ছূরা আদ্‌দুখানের ৩৫ নং আয়াতের ব্যাখ্যা।
৬) দেহ থেকে রুহ্‌ পৃথক হয়ে যাওয়ার পরে (মানুষ মৃত্যুবরণ করার পর) মুছলিম কিংবা অমুছলিমের রূহ্‌ কোথায় অবস্থান করবে?
এ সম্পর্কে একটি অত্যন্ত মূল্যবান ও চমৎকার আলোচনা। আল্লাহ আমাদের উছতাযকে উত্তম জাযা দিন।
৭) মৃত্যুকে যবেহ্‌ করা হবে এবং মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। এটি কিভাবে হবে? উছতায বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করেছে।

Subscribe to our mailing list

* indicates required
Close