ছালাফে সালিহীনের মানহাজ এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তা (১ম পর্ব)

“ছালাফে সালিহীনের মানহাজ এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তা” শীর্ষক আশ্‌ শাইখ সালিহ্‌ আল ফাওযান c কর্তৃক প্রদত্ত বক্তৃতার ভাষান্তর হলো এই অডিও। শাইখ সালিহ্‌ আল ফাওযান c তাঁর এই ভাষণে ছালাফে সালিহীনের অনুসৃত নীতি-পন্থার যথার্থতা এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তার বিষয়টি ক্বোরআন ও ছুন্নাহ্‌র দালীল-প্রমাণ দিয়ে সন্দেহাতীত ভাবে প্রমাণিত করেছেন। বাংলা ভাষায় ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c। এই পর্বে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে আলোচনা করা হয়েছে-
১) ছালাফে সালিহীন p কারা?
২) ছালাফুস্‌ সালিহ্‌ বলতে প্রথমতঃ তাদেরকেই বুঝায় যারা রাছূলুল্লাহ্‌ 1 এর সঙ্গী ছিলেন। অর্থাৎ সকল মুহাজির ও আনসার সাহাবায়ে কিরাম 4, যাদের কথা ক্বোরআনে কারীমে আল্লাহ 7 ছূরা আত্‌ তাওবাহ্‌র ১০০নং আয়াতে উল্লেখ করেছেন। শাইখ হাম্মাদ বিল্লাহ c বিভিন্ন মুফাছ্‌ছিরীনে কিরাম p প্রদত্ত উক্ত আয়াতের ব্যাখ্যা বিবৃত করেছেন।
৩) সর্বোত্তম প্রথম তিন যুগ সম্পর্কে বর্ণিত হাদীছটির ব্যাখ্যা।
৪) “মানহাজ” বলতে কি বুঝায়?
৫) “মানহাজ” শব্দের অর্থ।
৬) ছালাফে সালিহীনের মানহাজ বলতে ‘আক্বীদাহ, মু‘আমালাত, আখলাক্ব এবং জীবনের সর্বক্ষেত্রে ছালাফে সালিহীন কর্তৃক অনুসৃত পথকে বুঝায়।
৭) ছালাফে সালিহীন বলতে সাহাবায়ে কিরাম, তাবি‘য়ীন এবং তাব‘য়ে তাবি‘য়ীন-কে (4) বুঝায়।
৮) ছালাফী হলেন তারাই যারা জেনে-বুঝে ছালাফে সালিহীনের (p) মানহাজ অনুসরণ করে চলেন।
৯) যারা ছালাফে সালিহীনের অনুসৃত সঠিক পথ অনুসরণ না করে নিজেদেরকে ছালাফী বলে দাবি করে, তাদের দাবি মিথ্যা।
১০) তিহাত্তর দল ও মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কিত হাদীছের সংক্ষিপ্ত ব্যাখ্যা।
১১) মুক্তিপ্রাপ্ত দল হলো আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আহ; যারা সর্বাবস্থায় ছালাফে সালিহীনের মানহাজের উপর অটল ও অবিচল থাকেন।
১২) ছালাফে সালিহীনের মানহাজ অনুসরণকারীকে অনেক বিপদ-মুসীবাত ও দুঃখ-কষ্টের সম্মুখীন হতে হয়।
১৩) ছালাফে সালিহীনের মানহাজের উপর মৃত্যুবরণকারীর প্রতিদান।
১৪) ছালাফে সালিহীনের মানহাজ অনুসরণ করার পথে আপতিত বাঁধা-বিপত্তিতে ধৈর্যধারণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা।

Subscribe to our mailing list

* indicates required
Close