ছালাফে সালিহীনের মানহাজ এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তা (২য় পর্ব)

“ছালাফে সালিহীনের মানহাজ এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তা” শীর্ষক আশ্‌ শাইখ সালিহ্‌ আল ফাওযান c কর্তৃক প্রদত্ত বক্তৃতার ভাষান্তর হলো এই অডিও। শাইখ সালিহ্‌ আল ফাওযান c তাঁর এই ভাষণে ছালাফে সালিহীনের অনুসৃত নীতি-পন্থার যথার্থতা এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তার বিষয়টি ক্বোরআন ও ছুন্নাহ্‌র দালীল-প্রমাণ দিয়ে সন্দেহাতীত ভাবে প্রমাণিত করেছেন। বাংলা ভাষায় ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c। এই পর্বে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে আলোচনা করা হয়েছে-
১) প্রথম ক্লাসের সংক্ষিপ্ত পূণঃআলোচনা।
২) ছালাফে সালিহীনের মানহাজ সম্পর্কে জানা ও তা অনুসরণ করা আমাদের জন্য অতি প্রয়োজনীয় কেন?
৩) ছালাফে সালিহীনের মানহাজ অনুসরণ করার পথে আপতিত বাঁধা-বিপত্তিতে ধৈর্যধারণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
৪) ছালাফে সালিহীনের মানহাজ ও তাদের অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপ-প্রচার।
৫) ছালাফীদেরকে (ছালাফে সালিহীনের অনুসারীদের) যারা মুতাশাদ্দিদূন (কট্ররপন্থী), তাকফিরিয়্যূন (কাফির আখ্যায়িতকারী) এবং আরো বিভিন্ন বাজে নামে বা বিশেষণে আখ্যায়িত করে থাকে, তারা হলো সুস্পষ্ট মিথ্যাচারী।
৬) ছালাফে সালিহীনের মানহাজ সম্পর্কে জ্ঞানার্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
৭) মুক্তিপ্রাপ্ত দল হলো- যারা ছালাফে সালিহীনের মানহাজ সম্পর্কে জ্ঞান অর্জন করে, ছালাফে সালিহীনের মানহাজকে দৃঢ়ভাবে আঁকড়ে থাকে এবং তাদের অনুসৃত পথের দিকেই মানুষকে আহবান জানায়।
৮) মুহাজির ও আনসার সাহাবায়ে কিরামের (4) অনুসরণ সম্পর্কে ছূরা আত্‌ তাওবাহ্‌র ১০০নং আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা।
৯) কেবল ছালাফে সালিহীনের (p) মানহাজই মানুষকে জান্নাতের দিকে পরিচালিত করে, এছাড়া অন্য সকল দল হলো ভ্রান্ত ও পথভ্রষ্টকারী দল, যারা মানুষকে জাহান্নামের দিকে পরিচালিত করে। এ সম্পর্কে ক্বোরআনে কারীমে আল্লাহ 8 ইরশাদ করেছেন:-

وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُون

অর্থাৎ- নিঃসন্দেহে এটাই আমার সরল-সঠিক পথ, সুতরাং তোমরা এই পথই অনুসরণ করো, এছাড়া অন্যান্য পথ অনুসরণ করো না, নতুবা সেগুলো তোমাদেরকে তার পথ থেকে বিচ্যুত করে দেবে। আল্লাহ তোমাদেরকে এই নির্দেশই দেন, যাতে তোমরা আল্লাহভীতি অর্জন করতে পারো।ছূরা আল আন‘আম- ১৫৩
১০) ছালাফে সালিহীনের (p) মানহাজ অনুসরণকারীরাই মুক্তিপ্রাপ্ত দল। এই মানহাজের অনুসরণই হলো জান্নাত লাভের এবং জাহান্নাম থেকে মুক্তিলাভের মাধ্যম । ছালাফে সালিহীনের (4) মানহাজ তথা তাদের অনুসৃত পথের অনুসরণই হলো বিভ্রান্তি ও বিপথগামীতা থেকে সুরক্ষা লাভের মাধ্যম।
১১) রাছূলুল্লাহ 1 আমাদেরকে পথভ্রষ্টকারী দা‘য়ীদের ব্যাপারে সতর্ক করে গেছেন এবং তাদেরকে “জাহান্নামের দিকে আহবানকারী” বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন- “যে ব্যক্তি এসব দা‘য়ী’র (আহবানকারীদের) আহবানে সাড়া দেবে, তারা তাকে জাহান্নামে নিপতিত করবে”।সাহীহ্‌ বুখারী ও সাহীহ্‌ মুছলিম
১২) ছালাফে সালিহীনের (p) অনুসরণের জন্য সঠিক ‘আক্বীদাহ ও মানহাজ বিষয়ে জ্ঞান অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
১৩) আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ধর্মের আধুনিকায়নের নামে ধর্ম পরিবর্তনের অহেতুক জঘন্য দাবি।


১. ছূরা আল আন‘আম- ১৫৩ 
২. সাহীহ্‌ বুখারী ও সাহীহ্‌ মুছলিম 

Subscribe to our mailing list

* indicates required
Close