ড. আশ্‌শাইখ রাবী‘ ইবনু হাদী আলমাদখালী রচিত “অন্তর থেকে অন্তরে” (১ম পর্ব)

এই অডিওটি “মিনাল ক্বালব ইলাল ক্বালব” (অন্তর থেকে অন্তরে) শিরোনামে আশ্‌শাইখ আল ‘আল্লামা রাবী‘ ইবনু হাদী আল মাদখালী c প্রদত্ত অত্যন্ত মুল্যবান একটি ভাষণের বাংলা ধারাবাহিক অনুবাদ। অনুবাদ করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c

এই অডিও থেকে অন্তরের বিভিন্ন শ্রেণী, প্রকারভেদ এবং অন্তরকে বিশুদ্ধকরণের বিষয় সম্পর্কে জানা যায়; এগুলোই হচ্ছে এই অডিওর প্রধান ও মূল বিষয়। সর্বদা আল্লাহ্‌কে (0) স্মরণ করার মাধ্যমে এবং তাঁর ভীতি অন্তরে পোষণের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে বিশুদ্ধ ও পরিশুদ্ধ করতে পারি। মন গলানো এই বক্তব্য থেকে আমরা একথাই জানতে পারি যে, প্রকৃত সত্যনিষ্ঠ, আল্লাহ্‌র অনুগ্রহপ্রাপ্ত, সুষ্ঠু-সঠিক এবং সুপথপ্রাপ্ত অন্তর হচ্ছে সেটাই যার মধ্যে থাকবে কেবলমাত্র আল্লাহ্‌র জন্যে (0) পরিপূর্ণ ভয়, ভালোবাসা এবং আল্লাহ্‌র প্রতি পূর্ণ আনুগত্য। এই পর্বে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে আলোচনা করা হয়েছে:-
১) শাইখ রাবী‘ c প্রদত্ত ভূমিকা
২) মানুষের অন্তর দুই প্রকার হয়ে থাকে:-

(ক) এক আল্লাহ্‌-তে (0) বিশ্বাসী ঈমানদার অন্তর, যেটি অত্যন্ত সুস্থ, সবল, সঠিক, সুন্দর, আল্লাহ্‌র (8) প্রতি আনুগত্যশীল এবং আল্লাহ্‌র প্রতি ভয় পোষণকারী।
(খ) উপরোক্ত প্রথম প্রকারের সম্পূর্ণ বিপরীত অন্তর। যেটি অত্যন্ত শক্ত, রুদ্ধ, পর্দাঢাকা-অন্ধকারাচ্ছন্ন, হিদায়াত তথা আল্লাহ 7 প্রদর্শিত সঠিক-সরল পথ থেকে দূরে, যে অন্তরে আল্লাহ্‌র (b) প্রতি ভয়-ভীতি নেই।

৩) ছূরা বাক্বারাহ্‌র প্রারম্ভিক আয়াতসমূহ থেকে গৃহীত ঈমানদার অন্তর, মুনাফিক্ব ও কাফির অন্তরের বিবরণ। এখানে এ বিষয়গুলোর জ্ঞানগর্ব ব্যাখ্যা দেয়া হয়েছে।
৪) মু’মিন ও মুনাফিক্বের চারিত্রিক বৈশিষ্ট্যের বিশদ ব্যাখ্যা।
৫) সত্যান্বেষণের জন্য আমাদের কর্তব্য হলো হাক্ব্যানী ‘উলামায়ে কিরামের দিকে প্রত্যাবর্তন করা।

Subscribe to our mailing list

* indicates required
Close