নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৬ষ্ঠ পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ c এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) অন্তরে উদিত বিষয়াদী সম্পর্কে  উছতায ধারাবাহিক আলোচনা করেছেন।
২) অবহেলা বা উদাসীনতা, প্রবৃত্তির অনুসরণ এবং ক্রোধ বিষয়ে উছতায ধারাবাহিক আলোচনা করেছেন।

 

ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-

ক) السلام عليكم। উছতায! কি কি ‘আমাল করলে বা দু‘আ পড়লে পরহেযগার পাত্রী পাওয়া যাবে?
খ)  السلام عليكم ورحمة الله وبركاته।
শাইখ! এতদ্বিষয়ে কোন বইটি পড়া যেতে পারে? আল্লাহ 0 আপনার মধ্যে বারাকাহ দান করুন।
গ) السلام عليكم ورحمة الله وبركاته।
শাইখ! রাগ নিয়ন্ত্রণের উপায় কি? এবং রাগ নিয়ন্ত্রণের জন্য আল্লাহ্‌র (7) ওয়া‘দাকৃত প্রতিদান কি? আল্লাহ 0 আপনার মধ্যে বারাকাহ দান করুন।
ঘ) السلام عليكم ورحمة الله وبركاته।
আল্লাহ 8 শাইখকে হিফাযাত করুন এবং দ্বীনী জ্ঞান দ্বারা তাকে আরো বেশি শাণিত করুন। আমার প্রশ্ন হলো- আমরা সেই সকল নারীকে কিভাবে বুঝাবো যারা খুব বদমেজাজী অথবা দ্বীনী বিষয়ে উদাসীন। আল্লাহ 0 আপনার মধ্যে বারাকাহ দান করুন।
ঙ) السلام عليكم ورحمة الله وبركاته।
নারীদেরকে দ্বীনী বিষয়ে দা‘ওয়াত দেয়া বেশ কঠিন বলে আমার কাছে প্রতিয়মান হয়েছে, কারণ তারা দ্রুত আলোচনার বিষয় পাল্টাতে যেমন পারদর্শী তেমনি তারা কথার মাঝখানে কথা বলতেও পারদর্শী। আবার জ্ঞানহীন তর্ক করতে তারা যেমন দক্ষ তেমনি তারা যা কিছু শুনেছে তা দ্রুত ভুলে যেতে এবং মূর্খের ন্যায় আচরণ করতেও পারঙ্গম। তাদেরকে যদি বই দেয়া হয় হয় তাহলে বইয়ের মর্মার্থ অনুধাবন করার চেয়ে বইয়ের শেষ পর্যন্ত পাঠ করার প্রতিই তাদের মনোযোগ বেশি থাকে। সুতরাং তাদেরকে দা‘ওয়াত দেয়ার সময় তাদের প্রতি উপদেশ কী হওয়া উচিত?

Subscribe to our mailing list

* indicates required
Close