এটি উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (c) প্রদত্ত একটি ধারাবাহিক অডিও বক্তব্য। এতে তিনি- আমাদের সমাজে নারীরা পারিবারিক, সামাজিক, বৈবাহিক ইত্যাদি নানামুখী যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেসবের কারণ নির্ণয়সহ ক্বোরআন ও ছুন্নাহ ভিত্তিক এর সঠিক সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তাতে সন্তানদের সঠিক লালন-পালন, সুখী সংসার গড়ার উপায় ও পদ্ধতি এবং নারীদের বাইরে কাজ করার বিষয়ে সুষ্পষ্ট দিক-নির্দেশনা সম্বলিত চমৎকার আলোচনা করেছেন।
১) মুহাব্বাহ বা ভালোবাসা বিষয়ে ধারাবাহিক আলোচনা।
২) ভালোবাসতে উদ্বুদ্ধ করে যে সমস্ত বিষয় সেগুলোর তিনটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো হলো-
ক) কাউকে বা কোন কিছুকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে যে সমস্ত বিষয় তথা ভালোবাসার কারণগত উপদানসমূহ।
খ) কাউকে বা কোন কিছুকে ভালোবাসার প্রতি মোহ জাগানিয়া বা আকর্ষণ সৃষ্টিকারী বিষয়সমূহ।
গ) পারস্পরিক ভালোবাসায় বিদ্যমান সাধারণ কিছু বিষয়।
৩) আহলুছ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরাম ভালোবাসার মতো বিষয়ে কথা বলেন না বলে মিথ্যারোপ, অথচ তাঁরা এ বিষয়ে অনেক লেখালেখি করেছেন।
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:
ক) আমার অর্থের উপর যাকাত এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যাকাত কি অর্থ দিয়ে দেয়া জরুরী?
এক অভাবী ভাইকে যাকাত দেয়ার নিয়্যাতে তাকে সরাসরি অর্থ না দিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্র সেই যাকাতের অর্থের মাধ্যমে অন্য এক বিশ্বস্থ ভাইকে দিয়ে প্রদান করি, তাহলে কি আমার যাকাত আদায় হবে?
খ) السلام عليكم, আমার প্রশ্নটা হলো- যারা আমেরিকায় থাকে আর যাকাতুল ফিত্বর বাংলাদেশে দিতে চায়, তারা কি আমেরিকার হিসাবে যাকাতুল ফিত্বর দিবে, না বাংলাদেশের হিসাবে? আর চাল বা শষ্য দিয়ে যাকাতুল ফিত্বর দেয়া যদি সম্ভব না হয়, তাহলে টাকা দিয়ে দেয়া যাবে কি-না?
গ) السلام عليكم ورحمة الله وبركاته, শাইখ, সালাতের ক্ষেত্রে আমাদের জন্য সাহীহ্ হাদীছ অনুসরণ করা আবশ্যক, না মাযহাব অনুসরণ করা?
ঘ) সময়ের পরিবর্তনে যে (বৈধ) ভালোবাসা মৃতপ্রায়, সেটাকে পুনরুজ্জীবিত করার পরামর্শ কি?