নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৩য় পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ c এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃ আলোচনা।
২) চক্ষু বিষয়ে আলোচনার ধারাবহিকতা।
৩) ছূরা আন্‌নূরের ৩০নং আয়াতের ব্যাখ্যা।
ক্বোরআনে কারীমে আল্লাহ 0 ইরশাদ করেছেন-

قُلْ لِّلْمُؤْمِنِينَ يَغُضُّواْ مِنْ أَبْصَـرِهِمْ وَيَحْفَظُواْ فُرُوجَهُمْ ذلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ.سورة النور- ٣٠

অর্থাৎ- (হে নাবী) মূমিনদেরকে বলুন! তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং স্বীয় যৌনাঙ্গের হিফাযাত করে, এটাই তাদের জন্য অধিকতর পবিত্রতার মাধ্যম, নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্পূর্ণরূপে জ্ঞাত।ছূরা আন্‌নূর- ৩০
৪) ছূরা আন্‌নূরের ৩১নং আয়াতের ব্যাখ্যা।
ক্বোরআনে কারীমে আল্লাহ 7 ইরশাদ করেছেন-

وَقُل لِّلْمُؤْمِنَـتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَـرِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلاَ يُبْدِينَ زِينَتَهُنَّ إِلاَّ مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلاَ يُبْدِينَ زِينَتَهُنَّ إِلاَّ لِبُعُولَتِهِنَّ أَوْ ءَابَآئِهِنَّ أَوْ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَآئِهِنَّ أَوْ أَبْنَآءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِى إِخْوَانِهِنَّ أَوْ بَنِى أَخَوَتِهِنَّ أَوْ نِسَآئِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَـنُهُنَّ أَوِ التَّـبِعِينَ غَيْرِ أُوْلِى الإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُواْ عَلَى عَوْرَتِ النِّسَآءِ وَلاَ يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ وَتُوبُواْ إِلَى اللَّهِ جَمِيعاً أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَسورة النور- ٣١

অর্থাৎ- (হে নাবী) মূমিনাহ নারীদেরকে বলুন! তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং স্বীয় যৌনাঙ্গের হিফাযাত করে, আর স্বীয় সৌন্দর্য যেন প্রদর্শন না করে তবে যা স্বভাবতই প্রকাশিত হয়ে যায় তা ব্যতীত, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে এবং স্বীয় স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক, স্বীয় অধিকারভুক্ত বাঁদী, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপনাঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো কাছে স্বীয় সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য সজোরে পদচারণ না করে। মূমিনগণ তোমরা সবাই আল্লাহ্‌র সামনে তাওবা করো যাতে তোমরা সফলকাম হও।ছূরা আন্‌নূর- ৩১

ক) উছতায এখানে ছূরাহ আন্‌নূরের ৩১নং আয়াতের আলোকে হিজাব এবং হিজাব সম্পর্কে সাহাবায়ে কিরামের 4 মধ্যকার মতপার্থক্য     আলোচনা করেছেন। তাছাড়া মাহ্‌রামের উপস্থিতিতে একজন মহিলা নিজেকে কি পরিমাণ প্রকাশ করতে পারবে, আমাদের সমাজে নারীদের পোশাক পরিধানের হালচাল ইত্যাদি বিষয়ও শাইখের উক্ত বয়ানে স্থান পেয়েছে।
খ) আল্লাহ্‌র (8) সুমহান নাম ও গুণাবলির জ্ঞান অর্জনের মাধ্যমে তাক্বওয়া অর্জন ও বৃদ্ধির চেষ্টা করা আবশ্যক।

 

ক্লাস শেষে নিম্নেক্ত প্রশ্নসমূহের উত্তর প্রদান করা হয়:-
ক) একজন অমুছলিম নারীর সামনে একজন মুছলিমাহ নারীর জন্য স্বীয় পরিচ্ছেদের কিংবা শরীরের সেই অংশটুকু খোলার অনুমতি কি রয়েছে, যে অংশটুকু অপর কোন মুছলিমাহ নারী বা মাহ্‌রাম পুরুষের সামনে খোলার অনুমতি রয়েছে।
খ) জিলবাবের প্রকৃত সংজ্ঞা কি?
গ) পর্দা মেনে চলার জন্য নিজেদের মা-বোনদেরকে কিভাবে নাসীহাত করা উচিত? আমরা কিভাবে তাদেরকে দা‘ওয়াত দিবো?
আল্লাহ 0 আপনার মধ্যে বারাকাহ দান করুন!
ঘ) আমরা কি আমাদের পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে তাওহীদের দা‘ওয়াতকে অগ্রাধিকার দিতে গিয়ে পর্দা সংক্রান্ত দা‘ওয়াতকে বিলম্বিত করতে পারি? আর এক্ষেত্রে দা‘ওয়াহ প্রদানকালীন সময়ে ‍তাওহীদ ও পর্দার মধ্যে সমন্বয় কিভাবে করব?
ঙ) السلام عليكم । উছতায! অনেকে টিভিতে এসে ভিডিও করে ইছলামের দা‘ওয়াত দেয়, আর অনেক নারীরা সেটা দেখে, এক্ষেত্রে শারী‘য়াতের বিধান কি?
চ) টিভি কিংবা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইসে কিংবা সরাসরি থিয়েটারে মুভি, ধারাবাহিক নাটক ইত্যাদি দেখার শার‘য়ী হুক্‌ম কি?


১. سورة النور- ٣٠ 
২. ছূরা আন্‌নূর- ৩০ 
৩. سورة النور- ٣١ 
৪. ছূরা আন্‌নূর- ৩১ 

Subscribe to our mailing list

* indicates required
Close