এটি উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (c) প্রদত্ত একটি ধারাবাহিক অডিও বক্তব্য। এতে তিনি আমাদের সমাজে নারীরা পারিবারিক, সামাজিক, বৈবাহিক ইত্যাদি নানামুখী যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেসবের কারণ নির্ণয়সহ ক্বোরআন ও ছুন্নাহ ভিত্তিক এর সঠিক সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তাতে সন্তানদের সঠিক লালন-পালন, সুখী সংসার গড়ার উপায় ও পদ্ধতি এবং নারীদের বাইরে কাজ করার বিষয়ে সুষ্পষ্ট দিক-নির্দেশনা সম্বলিত চমৎকার আলোচনা করেছেন। আজকের পর্বে শাইখ লজ্জাশীলতা এবং এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেছেন।
১) লজ্জাশীলতা ও তার গুরুত্ব সম্পর্কে ধারাবাহিক আলোচনা।
২) ঈমানদারের অন্যতম গুণ বা বৈশিষ্ট্য হলো হায়া।
৩) ছা‘আদ ইবনু ‘উবাদাহ e এর হায়া সম্পর্কিত একটি কথা এবং এর উপর রাছূলুল্লাহ 1 এর অভিমত।
৪) হায়া বা লজ্জাশীলতা দুই প্রকার-
(ক) আল্লাহ্র (1) প্রতি মানুষের লজ্জাশীলতা।
(খ) মানুষের প্রতি বা সৃষ্টির প্রতি মানুষের লজ্জাশীলতা।
৫) যারা লজ্জা-শরম পোষণ করে না, তারা কিভাবে বিভিন্ন রকম সামাজিক মাধ্যম ব্যবহার করে থাকে, উছতায সে সবের কিছু বাস্তবিক নমূনা চমrকারভাবে তুলে ধরেছেন।
৬) লজ্জাশীলতার অভাবে আমাদের সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে উছতায c আলোচনা করেছেন।
৭) মানুষের মধ্যে হায়া বা লজ্জা গুণটি দু’ভাবে অর্জিত হয়ে থাকে-
(এক) স্বভাবজাত বা সৃষ্টিগতভাবে আল্লাহ 7 প্রদত্ত।
(দুই)‘ইলমে দ্বীন অর্জনের মাধ্যমে।
৮) ক্বোরআনে কারীমে বর্ণিত, শু‘আইব (j) ও তাঁর মেয়েদের সাথে মূছা (j) এর একটি ঘটনার সংক্ষিপ্ত চমৎকার বিবরণ।
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) স্ত্রীকে তার পিতা-মাতার সেবা যত্নের জন্য স্বাধীনতা দেয়া যাতে সে যখনই তার ইচ্ছা হয় তখনই নিজের পিতা-মাতাকে দেখতে যেতে এবং তাদের সেবা যত্ন করতে পারে, এটা কি হায়া বা ইছলামী লজ্জাশীলতার পরিপন্থি বা এর সাথে সাংঘর্ষিক বিষয়?
খ) السلام عليكم ورحمة الله।
চোঁখ নিচের দিকে বা নামিয়ে রাখার অর্থ কি? টি.ভি, ম্যাগাজিন বা শপিংমলে পুরুষ বা নারী কি বিপরীত লিঙ্গের দিকে তাকাতে পারবে? সিরিয়াল, মুভি, ক্রিকেট, রেসলিং, কিকবক্সিং ইত্যাদি যেগুলো ছতর খুলা রেখে কিংবা যথাযথ পোশাক পরিধান ছাড়া প্রদর্শিত হয়ে থাকে- এসব দেখা কি কোন মুছলমান পুরুষ বা নারীর জন্য বৈধ? যারা এসব দেখে তাদের ব্যাপারে ইছলামের হুক্ম কি? উছতায! অনুগ্রহ পূর্বক আমাদেরকে এতদ্বিষয়ে জোরালোভাবে নাসীহাত করুন।
গ) শাইখ! সেই সকল মুছলিম ভাইদের প্রতি আপনার নাসীহাহ কি, যারা নিজেদের চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো বোন কিংবা অন্যান্য গাইর মাহরাম নারীদের সাথে খোলামেলা দেখা-সাক্ষাr করেন ও কথাবার্তা বলেন অথচ নিজের স্ত্রীকে তার কাজিনদের সাথে যোগাযোগ থেকে অত্যন্ত কঠোরভাবে বিরত রাখেন এই বলে যে, একাজটি হারাম?