নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (১২তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ c এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তাছাড়া বিশেষভাবে এখানে কথার দ্বারা পাপ করার, কথা দ্বারা অন্যকে আঘাত করা বা কষ্ট দেয়ার বিষয়ে আলোচনা করেছেন। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) কোন মুছলমানকে গালি বা অভিশাপ দেয়া কিংবা কথার দ্বারা তাকে অন্যায়ভাবে কষ্ট দেয়া গুরুতর অপরাধ। আমাদের সমাজে এ দুষ্কর্ম ও বদ-অভ্যাসটি ব্যাপকভাবে বিদ্যমান। যদ্দরুণ উছতায এখানে এ বিষয়ে কিছুটা সবিস্তার আলোচনা করেছেন।
২) কোন মুছলমানকে অন্যায়ভাবে গালি দেয়া কিংবা কথা দ্বারা তাকে অন্যায়ভাবে আঘাত করা কোন মুছলমানের বৈশিষ্ট্য হতে পারে না, বরং এটা হলো জাহিলদের বৈশিষ্ট্য।
৩) কোন মুছলমানকে গালি দেয়া কিংবা কথা দ্বারা তাকে কষ্ট দেয়ার মন্দ পরিণাম ও কু-পরিণতির বিষয়ে এবং এই মারাত্মক পাপ কাজ যারা করে তাদের জন্যে আল্লাহ্‌র (0) নির্ধারিত শাস্তি সম্পর্কে শাইখ আলোচনা করেছেন।
৪) ‘আল্লামা ইমাম ইবনু বাযকে (o) গালাগাল ও তাঁর সম্পর্কে কুৎসা রটনাকারী জনৈক ব্যক্তির জাগতিক পরিণাম এবং তার ক্ষেত্রে ‘আল্লামা ইমাম ইবনু বায o এর আচরণ সম্পর্কিত একটি ঘটনা শাইখ এখানে উদাহরণ স্বরূপ পেশ করেছেন।

 

ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) আমরা জানি যে, সমাধিস্থলে তথা গোরস্থানে সালাত নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো- শাইখ ইবনু বায o কেন জানাযার সালাত গোরস্থানে আদায় করলেন?

Subscribe to our mailing list

* indicates required
Close