রামাযানের সাথে তাক্বওয়ার সম্পর্ক

এটি রামাযান বিষয়ে উছতায হাম্মাদ বিল্লাহ c প্রদত্ত অতি গুরুত্বপূর্ণ একটি ভাষণ। এতে তিনি বলেছেন যে, মাহে রামাযান হলো ঈমান বৃদ্ধি এবং তাক্বওয়া অর্জনের এক বিশেষ মাস। কেননা এ মাসে শাইত্বানগুলো বন্দি থাকে। শাইখ হাম্মাদ তাঁর এই ভাষণে রামাযান মাসে তাক্বওয়া অর্জনের বিভিন্ন পন্থা ও উপায় নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন- তাক্বওয়া অর্জনের জন্য সহায়ক বিশেষ কিছু বিষয় হলো, যথা:- ক্বিয়ামুল লাইল, তিলাওয়াতুল ক্বোরআন এবং আল্লাহ্‌র যিক্‌র। এছাড়াও শারী‘য়াত নির্দেশিত আরো অন্যান্য পন্থায় একজন মানুষ তাক্বাওয়া অর্জন করতে পারে। প্রত্যেক মুছলমানের উচিত রামাযান মাসে বেশি বেশি আত্মশুদ্ধি ও তাক্বওয়া অর্জনে আপ্রাণ চেষ্টা করা, কেননা তাতে আশা করা যায় যে, এর প্রভাব সারা বছর কিছুটা হলেও তার উপর থাকবে।

Subscribe to our mailing list

* indicates required
Close