ড. আশ্‌শাইখ রাবী‘ ইবনু হাদী আলমাদখালী রচিত “অন্তর থেকে অন্তরে” (৩য় পর্ব)

এই অডিওটি “মিনাল ক্বালব ইলাল ক্বালব” (অন্তর থেকে অন্তরে) শিরোনামে আশ্‌শাইখ আল ‘আল্লামা রাবী‘ ইবনু হাদী আল মাদখালী c প্রদত্ত অত্যন্ত মুল্যবান একটি ভাষণের বাংলা ধারাবাহিক অনুবাদ। অনুবাদ করেছেন উছতায হাম্মাদ বিল্লাহc

এই অডিও থেকে অন্তরের বিভিন্ন শ্রেণী, প্রকারভেদ এবং অন্তরকে বিশুদ্ধকরণের বিষয় সম্পর্কে জানা যায়; এগুলোই হচ্ছে এই অডিওর প্রধান ও মূল বিষয়। সর্বদা আল্লাহ্‌কে (0) স্মরণ করার মাধ্যমে এবং তাঁর ভীতি অন্তরে পোষণের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে বিশুদ্ধ ও পরিশুদ্ধ করতে পারি। মন গলানো এই বক্তব্য থেকে আমরা একথাই জানতে পারি যে, প্রকৃত সত্যনিষ্ঠ, আল্লাহ্‌র অনুগ্রহপ্রাপ্ত, সুষ্ঠু-সঠিক এবং সুপথপ্রাপ্ত অন্তর হচ্ছে সেটাই যার মধ্যে থাকবে কেবলমাত্র আল্লাহ্‌র জন্যে (0) পরিপূর্ণ ভয়, ভালোবাসা এবং আল্লাহ্‌র প্রতি পূর্ণ আনুগত্য। এই পর্বে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে আলোচনা করা হয়েছে:-
১) দ্বিতীয় পর্বে আলোচিত “ইখলাস” সম্পর্কে চমৎকার ধারাবাহিক আলোচনা।
২) প্রতিটি ভালো কাজে ইখলাস থাকতে হবে এবং সকল নেক ‘আমাল একমাত্র আল্লাহ্‌র (0) জন্যেই করতে হবে।
৩) ‘আব্দুল্লাহ ইবনু ‘উমার h বর্ণিত হাদীছের ব্যাখ্যা।
৪) মানুষকে সৃষ্টি করা হয়েছে খাঁটিভাবে শুধুমাত্র আল্লাহ্‌র (0) ‘ইবাদাত করার জন্যে। যদি কেউ খালিসভাবে শুধুমাত্র আল্লাহ্‌র (7) ‘ইবাদাত করে, তাহলে সে ইহ ও পরকালে প্রতিদান লাভ করবে।
৫) ইখলাস তথা অন্তরের বিশুদ্ধতা অর্জনের জন্য ব্যক্তিকে আল্লাহ b সম্পর্কে জ্ঞান, আল্লাহ্‌র (8) প্রতি ভয় এবং তাঁর প্রতি অগাধ ভালোবাসা থাকতে হবে।
৬) ইখলাস না থাকার মারাত্মক কুফল।

 

আলোচনা শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দেয়া হয়েছে-
১) অন্তরকে পরিশুদ্ধ করার জন্য ‘উলামায়ে কিরামের নিকট পড়ালেখা করা কি খুবই জরুরী? এতে করে কি অন্তরকে দ্রুত পরিশুদ্ধ করে তোলা যায়?
২) বর্তমান সময়ের প্রসিদ্ধ উলামায়ে কিরাম কারা; যাদের থেকে আমরা দ্বীনী বিষয়ের জ্ঞান নিতে পারি?
৩) ইছলামী আইন প্রতিষ্ঠিত নেই এমন কোন দেশে কেউ যদি মুছলমানদেরকে সাহায্য করার জন্যে আইনজীবী হতে চায়, তাহলে এটা কি তার জন্য বৈধ?
৪) যেসকল দ্বীনী ভাইয়েরা দা‘ওয়াতের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, যদ্দরুণ ইচ্ছা থাকা সত্ত্বেও তারা পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারেন না, তাদের অনেকের পরিবারের সদস্যরা প্রায়ই এই বিষয়ে অভিযোগ করে থাকেন। তাদের প্রতি আপনার নাসীহাত কী?
৫) কাশ্মীরের অনেক ছাত্রই নামী-দামি বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন করে থাকে, কিন্তু যখন তারা তাদের দেশে ফেরত আসে তখন সমাজের মন্দ কাজগুলোকে প্রতিহত করার নামে তারা বিদ‘আতীদের সাথে একই প্লাটফর্মে কাজ করে থাকে এবং তাদেরকে সহযোগিতা করে থাকে, তাদের প্রতি আপনার নাসীহাত কী?
৬) সালাতের সময় সামনে ছুতরাহ রাখা কি ওয়াজিব? এ বিষয়ে কি ‘উলামায়ে কিরামের মধ্যে পরস্পর ভিন্নমত রয়েছে?
৭) মাছজিদে প্রবেশ করেই কি আমাদেরকে দু রাক‘আত সালাত আদায় করতে হবে?
৮) কারো যদি ইমামের সাথে এক রাক‘আত ছুটে যায় এবং ইমাম ছালাম ফিরানোর আগেই যদি সে ঐ রাক‘আত পড়ার জন্য উঠে দাঁড়ায়, তাহলে তার নামাজ কি ঠিক হবে?
৯) আমরা কিভাবে আমাদের বাচ্চাদের তাওহীদ ও ছুন্নাহ শিক্ষা দেব? সন্তানদেরকে কোন বয়সে কি শিক্ষা দিতে হবে, সে বিষয়ে দয়া করে কিছু দিক-নির্দেশনা দেবেন?

Subscribe to our mailing list

* indicates required
Close