ইছলাম কী, ইছলাম বলতে কি বুঝায়?

ইছলাম হলো:- তাওহীদ তথা আল্লাহ্‌র (0) একত্ববাদের কথা মনে-প্রাণে স্বীকার করে তাঁর নিকট নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা, তাঁর আনুগত্য করা এবং যাবতীয় শির্‌কী কার্যাবলী থেকে দূরে থাকা।

যেমন, ক্বোরআনে কারীমে আল্লাহ 0 ইরশাদ করেছেন:-

بَلَى مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِندَ رَبِّهِ وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ.سورة البقرة- ١١٢

অর্থাৎ- হ্যাঁ, যে ব্যক্তি একনিষ্ঠ হয়ে সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহ্‌র নিকট সমর্পণ করে, তার প্রতিদান রয়েছে তার রাব্‌ এর নিকট। আর তাদের কোন ভয় থাকবে না, আর না হবে তারা দুঃখিত।ছূরা আল বাক্বারাহ- ১১২


১. سورة البقرة- ١١٢ 
২. ছূরা আল বাক্বারাহ- ১১২ 

Subscribe to our mailing list

* indicates required
Close