মানব ও জিন জাতি সৃষ্টির উদ্দেশ্য কি?

মানব ও জিন জাতিকে সৃষ্টির মূলে আল্লাহ্‌র (0) এক মহান হিকমাত ও উদ্দেশ্য রয়েছে। আর তা হলো- তারা একমাত্র আল্লাহ্‌র (8) ‘ইবাদাত করবে অন্য কারো নয়।

আল্লাহ (7) ইরশাদ করেছেন:-

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ.سورة الذاريات- ٥٦

অর্থাৎ- আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ‘ইবাদাত করার জন্যে।ছূরা আয্‌ যা-রিয়া-ত- ৫৬

এ আয়াতে উল্লেখিত “لِيَعْبُدُونِ” (আমারই ‘ইবাদাত করার জন্যে) কথাটির অর্থ হলো:- ‘ইবাদাতে আল্লাহ্‌র (b) সাথে কাউকে বা কোন কিছুকে শরীক না করে খাঁটিভাবে শুধুমাত্র এক আল্লাহ্‌র (0) ‘ইবাদাত করার জন্যে তথা ‘ইবাদাতে আল্লাহ্‌র (7) একত্ব প্রতিষ্ঠা করার জন্যে।

 


১. سورة الذاريات- ٥٦ 
২. ছূরা আয্‌ যা-রিয়া-ত- ৫৬ 

Subscribe to our mailing list

* indicates required
Close