এই অডিওটি হলো আশ্শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন o কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী o এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c। এতে ছালাফে সালিহীনের (4) ‘আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব–বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন।
বক্তব্যের এ পর্বে উছ্তায হাম্মাদ বিল্লাহ c বিশেষ করে দাজ্জাল সম্পর্কে নিম্নোক্ত বিষয়াদী আলোচনা করেছেন:-
১) দাজ্জালের ব্যাপারে বিভিন্ন দলের মতভেদ বিষয়ে সংশয় নিরসন।
২) ক্বোরআনে কারীমে দাজ্জাল সম্পর্কে কোন বর্ণনা রয়েছে কি-না?
৩) কোন তিনটি বিষয় প্রকাশ হয়ে যাওয়ার পর ইমান আর কোন কাজে আসবে না?
৪) দাজ্জাল সম্পর্কিত হাদীছগুলোর মধ্যে (বাহ্যিকভাবে) বিদ্যমান সংশয়গুলোর নিরসন।
৫) দাজ্জালের গঠন-প্রকৃতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও কিছু সংশয়ের নিরসন।
৬) দাজ্জালের অতি-প্রাকৃতিক ক্ষমতাগুলো আল্লাহ্র ছুন্নাহ অথবা নুবুওয়্যাত ও রিসালাতের সাথে সাংঘর্ষিক কি-না?
৭) দাজ্জাল ও দাজ্জালূনের মধ্যে পার্থক্য নির্ণয়।
৮) ক্বিয়ামাহ সংঘটিত হওয়ার কিছু নিদর্শন বর্ণনা।
৯) দাজ্জালের ফিতনার চেয়েও ভয়ানক কোনো ফিতনা রয়েছে কি?
১০) ছালাফিয়্যাহদেরকে শাইত্বান কিভাবে ধোঁকা দেয়?
১১) দাজ্জাল থেকে বাঁচার হাতিয়ার (উপায়) সমূহ কি হবে?
১২) “গারক্বাদ” নামক গাছের আলোচনা।
১৩) দাজ্জালের নিহত হওয়ার সংক্ষিপ্ত আলোচনা।
১৪) দাজ্জাল নিহত হওয়ার পরে পৃথিবীর অবস্থা কিরূপ হবে?
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) অনেক ‘আলিম বলে থাকেন যে, দাজ্জালের আগমন নিকটেই। ‘আলামত সমূহের উপর ভিত্তি করে আমরা কি একথা বলতে পারি যে, আমাদের বর্তমান এই সময়টাই দাজ্জাল আসার জন্য উপযুক্ত হয়ে গেছে?
খ) দাজ্জালের বন্ধু কারা? তারা দাজ্জালের আবির্ভাবের জন্য দুন্ইয়ায় কিভাবে প্রস্তুতি নিচ্ছে? আমরা কিভাবে তাদের থেকে সাবধানে থাকবো এবং কিভাবে তাদের ষড়যন্ত্রগুলো বুঝতে পারবো?
গ) السلام عليكم ورحمة الله وبركاته
শাইখ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন! দাজ্জাল কি আদম সন্তান? যদি আপনি দয়া করে ব্যাখ্যা করতেন।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন।