এটি উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (c) প্রদত্ত একটি ধারাবাহিক অডিও বক্তব্য। এতে তিনি আমাদের সমাজে নারীরা পারিবারিক, সামাজিক, বৈবাহিক ইত্যাদি নানামুখী যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেসবের কারণ নির্ণয়সহ ক্বোরআন ও ছুন্নাহ ভিত্তিক এর সঠিক সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তাতে সন্তানদের সঠিক লালন-পালন, সুখী সংসার গড়ার উপায় ও পদ্ধতি এবং নারীদের বাইরে কাজ করার বিষয়ে সুস্পষ্ট দিক-নির্দেশনা সম্বলিত চমৎকার আলোচনা করেছেন।
১) ভালোবাসা সম্পর্কে শারী‘য়াতের বিধি-বিধান। ভালোবাসা প্রধানতঃ দুই প্রকার-
ক) স্বভাবজাত ভালোবাসা।
খ) শারী‘য়াত সম্মত ভালোবাসা।
২) কোন ধরনের ভালোবাসা বৈধ আর কোনটা অবৈধ, শাইখ বিস্তারিত আলোচনা করেছেন।
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নের উত্তর প্রদান করা হয়:
ক) মুছলিম ছেলে বা মেয়ে কর্তৃক শারী‘য়া বহির্ভূত প্রেমালাপ, প্রেম নিবেদন প্রভৃতি ক্ষেত্রে শার‘য়ী শাস্তির কী বিধান রয়েছে?