এটি উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (c) প্রদত্ত একটি ধারাবাহিক অডিও বক্তব্য। এতে তিনি আমাদের সমাজে নারীরা পারিবারিক, সামাজিক, বৈবাহিক ইত্যাদি নানামুখী যেসব সমস্যার সম্মুখিন হচ্ছেন, সেসবের কারণ নির্ণয়সহ ক্বোরআন ও ছুন্নাহ ভিত্তিক এর সঠিক সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তাতে সন্তানদের সঠিক লালন-পালন, সুখি সংসার গড়ার উপায় ও পদ্ধতি এবং নারীদের বাইরে কাজ করার বিষয়ে সুষ্পষ্ট দিক-নির্দেশনা সম্বলিত চমৎকার আলোচনা করেছেন।
আজকের পর্বে শাইখ লজ্জাশীলতা এবং এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেছেন।
১) লজ্জাশীলতা ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ।
২) লজ্জাশীলতার অভাবে আমাদের সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে উছতায আলোচনা করেছেন।
৩) ইমাম ইবনুল ক্বায়্যিম o লজ্জাশীল হওয়ার বা লজ্জাশীলতার গুণ অর্জনের যেসব উপায় বর্ণনা করেছেন, উছতায নিম্নে সেগুলো তুলে ধরেছেন।
(ক) এই জ্ঞান অর্জন করা যে, আল্লাহ 0 তাকে (প্রতিটি মানুষকে) প্রতিটি মূহুর্তে নজরদারি করছেন।
(খ) এই বিশ্বাস পোষণ করা যে, আল্লাহ (7) প্রতিটি মানুষের অতি সন্নিকটে এবং তিনি আমার সাথে রয়েছেন।
“আল্লাহ (8) কিভাবে আমাদের সাথে রয়েছেন” শ্রোতাদের জ্ঞাতার্থে ‘আক্বীদাহ সংক্রান্ত এ বিষয়টিও উছতায আলোচনা করেছেন।
(গ) দুন্ইয়ার ভালোবাসা থেকে নিজেকে মুক্ত রাখা এবং একমাত্র আল্লাহ্র (8) আনুগত্য ও তাঁর সন্তুষ্টি অর্জনের প্রতি পরিপূর্ণ মনোযোগ দেয়া ও আত্মনিবেদন করা।