উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ c এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) মিথ্যা বলতে কি বুঝায়? মিথ্যা বলার স্বভাব পুরুষ-মহিলা উভয়ের মধ্যেই দেখা যায়। মিথ্যা বলা মুনাফিক্বের স্বভাব-বৈশিষ্ট্য। মিথ্যাচার এবং মিথ্যাচারী সম্পর্কে ক্বোরআনে কারীমে আল্লাহ 0 ইরশাদ করেছেন:-
إِنَّمَا يَفْتَرِى الْكَذِبَ الَّذِينَ لاَ يُؤْمِنُونَ بِآيَـتِ اللَّهِ وَأُوْلـئِكَ هُمُ الْكَـذِبُونَ.سورة النحل- ١٠٥
অর্থাৎ- নিশ্চয় মিথ্যারোপ করে তারা, যারা আল্লাহ্র আয়াত সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আর তারা হলো প্রচন্ড মিথ্যাবাদী।ছূরা আন্ নাহ্ল- ১০৫
২) মিথ্যাবাদী আল্লাহ 7 কর্তৃক মিথ্যাবাদী বলে ঘোষিত হয়ে থাকে, তাই সমাজও তাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে। একজন প্রকৃত মুছলিম সবরকমের মিথ্যাচার থেকে মুক্ত ও দূরে থাকে। মিথ্যাচার হলো অন্যতম কাবীরাহ গুনাহ। যারা আল্লাহ্র (8) আয়াত সমূহে বিশ্বাস পোষণ করে তারা কখনো মিথ্যা বলতে পারে না।
৩) বিদ‘আত চর্চা করা হলো এক প্রকার মিথ্যাচার। উছতায বিষয়টি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন।
৪) কোন পরিস্থিতিতে একজন লোক মিথ্যা বলতে পারে? মিথ্যাচারের মন্দ প্রভাব।
৫) মিথ্যাবাদীরা মিথ্যাচারের মাধ্যমে অন্যকে প্রতারিত ও পথভ্রষ্ট করে থাকে। উছতায বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।