নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (১ম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ c এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) মহিলাদের সাথে সম্পৃক্ত সমস্যা কয়েক প্রকার- নারীদের কিছু সমস্যা আছে যা পুরুষের দ্বারা সৃষ্ট এবং পুরুষরাই এর জন্য দায়ী। আবার কিছু সমস্যা আছে যা নারীদের দ্বারা সৃষ্ট এবং এর কু-প্রভাব পড়ে পুরুষ ও সমাজের উপর। আর কিছু সমস্যা আছে যা নারীদের দ্বারাই সৃষ্ট এবং নারীরাই উক্ত সমস্যায় জর্জরিত হয়।
২) এই সকল সমস্যার আগমন মূলত: চারটি দরজা দিয়ে ঘটে থাকে, কিংবা বলা যায় যে, চারটি কারণে এসব সমস্যা দেখা দেয়। নারী কিংবা পুরুষরা যদি নিম্ন বর্ণিত এই চারটি কারণ থেকে বেঁচে থাকতে পারে কিংবা তারা যদি এই চারটি দরজা সঠিকভাবে প্রহরা দিতে পারে তাহলে আল্লাহ চাহে তো তারা পাপ থেকে বেঁচে থাকতে পারবে এবং উপরোক্ত সমস্যাগুলোতে তাদের নিপতিত হওয়ার সম্ভাবনা থাকবে না। কেননা যত ধরনের পাপ মানুষ করে থাকে এর প্রায় সবগুলোই ‍নিম্ন বর্ণিত চারটি দরজা দিয়ে অনুপ্রবেশ করে থাকে। সেগুলো হলো- ক) চক্ষু। খ) অন্তর। গ) মুখ এবং ঘ) পা। ইমাম ইবনুল ক্বায়্যিম o গুনাহ অনুপ্রবেশের এই চারটি কারণ বা সদর দরজার কথা উল্লেখ করেছেন। ক্বোরআনে কারীমেও এই চারটি বিষয়ের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
৩) চক্ষু ও অন্তর সম্পর্কে আল্লাহ 0 ক্বোরআনে কারীমে ইরশাদ করেছেন:-

يَعْلَمُ خَآئِنَةَ الاٌّعْيُنِ وَمَا تُخْفِى الصُّدُورُ.سورة الغافر- ١٩

অর্থাৎ- চক্ষু সমূহের খিয়ানাত সম্পর্কে এবং অন্তরসমূহ যা গোপন করে, সেই সম্পর্কে আল্লাহ অবগত আছেন।ছূরা আল গাফির- ১৯
৪) মুখ ও পায়ের বিষয়ে আল্লাহ 7 ক্বোরআনে ‘আযীমে ইরশাদ করেছেন:-

وَعِبَادُ الرَّحْمَـنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الاٌّرْضِ هَوْناً وَإِذَا خَاطَبَهُمُ الجَـهِلُونَ قَالُواْ سَلاَماً.سورة الفرقان- ٦٣

অর্থাৎ- রাহ্‌মানের বান্দাহ তারাই যারা যমীনে চলাফেরা করে ধীরস্থিরভাবে ও বিনয়ের সাথে, আর যখন অজ্ঞ-মূর্খরা তাদেরকে (অযাচিত বিষয়ের প্রতি) সম্বোধন করে, তখন তারা “ছালাম” বলে (অজ্ঞ-মূর্খদের জন্য শান্তি কামনা করে) পাশ কাটিয়ে যায়।ছূরা আল ফুরক্বান- ৬৩
৫) বয়ানের প্রথম পর্বে প্রধানতঃ চক্ষু সংশ্লিষ্ট গুনাহের বিষয়ে আলোচনা করা হয়েছে।


১. سورة الغافر- ١٩ 
২. ছূরা আল গাফির- ১৯ 
৩. سورة الفرقان- ٦٣ 
৪. ছূরা আল ফুরক্বান- ৬৩ 

Subscribe to our mailing list

* indicates required
Close