এই অডিওটি হলো আশ্শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন o কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী o এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c।
বক্তব্যের এ পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ c আল্লাহ্র সুমহান নাম ও গুণাবলী বিষয়ে পথভ্রষ্ট বিভিন্ন দল ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। এছাড়া নিম্নোক্ত বিষয় সমূহও আলোচনায় স্থান পেয়েছে:-
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃআলোচনা।
২) জাহমিয়াহ সম্প্রদায়ের ভ্রান্ত মতাদর্শের যথার্থ খন্ডন।
৩) আশ‘আরী সম্প্রদায়ের ভ্রান্ত মতাদর্শের যথার্থ খন্ডন।
৪) যারা প্রচলিত মাযহাব সমূহের মধ্য থেকে নির্দিষ্টভাবে কোন একটি মাযহাব অনুসরণের দাবি করে কিন্তু সংশ্লিষ্ট মাযহাবের ইমামের নির্দেশনা অনুসরণ করে না, তাদের যথার্থ খন্ডন।
৫) যারা ইমাম আবুল হাছান আল আশ‘আরীর তাওবাহ পূর্ব সময়ের ভুল ‘আক্বীদাহ ও মানহাজের অনুসরণ করে থাকে তাদের ভ্রষ্টতা ও বিভ্রান্তি।
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) নাক্বল বলতে কি বুঝায়?
খ) ক্বিয়ামাতের দিন মানুষের বিরুদ্ধে ক্বোরআনের সাক্ষ্য দেয়ার বিষয়টিকে আমরা কিভাবে বুঝবো? অথচ আমরা জানি ও বিশ্বাস করি যে, ক্বোরআন হলো আল্লাহ্র বাণী।
গ) আছ্ছালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবূ মূছা আশ‘আরীর অনুসারীরা এখন পর্যন্ত কেন তাঁর পূববর্তী ভুল-ভ্রান্তিগুলোর অনুসরণ করে চলছে? অথচ তিনি নিজেই তাঁর পূর্ববর্তী ভুলগুলোকে ভুল স্বীকারক্রমে তাওবাহ করে আহলুছ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘আক্বীদাহ-বিশ্বাসকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন। কিন্তু তাঁর তথাকথিত অনুসারী যারা নিজেকে আশ‘আরী বলে দাবি করে তারা সেটা করছে না।
ঘ) যেহেতু ছালাফীরা আছারী বলেও সুপরিচিত, তাই আছার বলতে কি শুধু ছালাফদের কথাকে বুঝায় না-কি ক্বোরআন-ছুন্নাহ্র কথাও এর অন্তর্ভুক্ত?