এই অডিওটি হলো শাইখ মুহাম্মাদ ইবনু ‘উমার বাযমূল c প্রদত্ত “ছালাফে সালিহীনের অনুসৃত নীতির উপর অটল ও অবিচল থাকা” বিষয়ে প্রদত্ত একটি মূল্যবান ‘আরাবী ভাষণের বাংলা ভাষান্তর। ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c। বক্তব্যে উল্লেখিত মূল বিষয়গুলো:-
১।) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃআলোচনা।
২) আল্লাহ্র প্রিয় বান্দাহ্দের বৈশিষ্ট্যের বিবরণ সম্বলিত ছূরা আল মায়িদাহ্র ৫৪নং আয়াতের ধারাবাহিক ব্যাখ্যা।
৩) আয়াতে উল্লেখিত প্রথম বৈশিষ্ট্য-
يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ
(অর্থাৎ- “আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর তারাও আল্লাহ্কে ভালোবাসবেন”) সম্পর্কে আলোচনা।
৪) আয়াতে উল্লেখিত দ্বিতীয় বৈশিষ্ট্য-
أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ
(অর্থাৎ- “তারা মু’মিনদের প্রতি হবেন বিনয়ী এবং কাফিরদের প্রতি হবেন কঠোর”) সম্পর্কে আলোচনা।
৫) আয়াতে উল্লেখিত তৃতীয় বৈশিষ্ট্য-
يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ
(অর্থাৎ- “তারা আল্লাহ্র পথে জিহাদ করবেন”) সম্পর্কে আলোচনা।
৬) আয়াতে উল্লেখিত চতুর্থ বৈশিষ্ট্য-
وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ
(অর্থাৎ- “তারা কোন ন্ন্দিুকের নিন্দাকে ভয় পাবে না”) সম্পর্কে আলোচনা।
৭)
بَدَأَ الإِسْلاَمُ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ
অর্থ- ইছলাম অজানা-অপরিচিতের ন্যায় আত্মপ্রকাশ করেছে এবং অচিরেই সেই অবস্থায় ফিরে যাবে—-।সাহীহ্ মুছলিম, ছুনানু ইবনে মাজাহ
ইমাম ইবনু তাইমিয়াহ o কর্তৃক উক্ত হাদীছের ব্যাখ্যা।
৮।) দালীল সহকারে সত্য অনুসন্ধান না করে দ্বীনী বিষয়াদী সম্পর্কে সন্দেহ পোষণ করার বিরুদ্ধে সতর্কতা। সন্দেহ হলো মানুষকে সত্য থেকে দূরে রাখার জন্য শাইত্বানের একটি কৌশল বা হাতিয়ার।
৯)
فَطُوبَى لِلْغُرَبَاءِ.
অর্থ- গুরাবাদের (অজানা-অপরিচিত, বিস্ময়কর লোকদের) জন্য রয়েছে ত্বূবা (জান্নাতের এক বিশেষ সুসংবাদ)।
হাদীছের এই অংশটুকুর ব্যাখ্যা।
১০) গুরাবা কারা? উছতায এর ব্যাখ্যা দিয়েছেন।
১১) আবূ মালিক হারিছ আল আশ‘আরী 3 বর্ণিত নিম্নোক্ত হাদীছের ব্যাখ্যা। রাছূলুল্লাহ 1 বলেছেন:-
الطَّهُورُ شَطْرُ الْإِيمَانِ، وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَآنِ -أَوْ: تَمْلَأُ- مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، وَالصَّلَاةُ نُورٌ، وَالصَّدَقَةُ بُرْهَانٌ، وَالصَّبْرُ ضِيَاءٌ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَك أَوْ عَلَيْك، كُلُّ النَّاسِ يَغْدُو، فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا.
অর্থ- পবিত্রতা হলো ঈমানের অংশ, “আলহামদু লিল্লাহ” দাড়িপাল্লাকে ভরপুরকারী আর “ছুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ” এদু’টি অথবা এটি আছমান ও যমীনের মধ্যবর্তী সবকিছু ভরপুর করে দেয়, সালাত হলো নূর, সাদাক্বাহ হলো প্রমাণ, সাব্র হলো উজ্জলতা আর ক্বোরআন হয়তবা তোমার পক্ষে প্রমাণ হবে অথবা বিরুদ্ধে প্রমাণ হবে। প্রত্যেক মানুষেরই রাত পোহায় তখন সে নিজেকে নিয়ে সওদা করে, হয়ত নিজেকে মুক্ত করে কিংবা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।সাহীহ্ মুছলিম
১২) ‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাছ h বর্ণিত নিম্নোক্ত হাদীছের ব্যাখ্যা। এখানে তিনি (‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাছ h) বলেছেন:-
كُنْتُ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي : يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ : احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ ، احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ ، وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوِ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ ، لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ ، وَإِنِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ ، لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ ، رُفِعَتِ الْأَقْلَامُ وَجَفَّتِ الصُّحُفُ .
অর্থ- একদিন আমি রাছূলুল্লাহ 1এর সাথে তাঁর পিছনে ছিলাম (একটি পাহাড়ে উঠছিলাম)। এমতাবস্থায় তিনি আমাকে বললেন:- হে বৎস! আমি তোমাকে কয়েকটি বাক্য শিক্ষা দিচ্ছি- তুমি আল্লাহ্কে হিফাযাত করো আল্লাহ তোমাকে হিফাযাত করবেন। তুমি আল্লাহ্কে হিফাযাত করো আল্লাহ্কে তুমি তোমার দিকে পাবে। যখন তুমি কিছু চাইবে তাহলে আল্লাহ্র কাছেই চাইবে। যখন তুমি সাহায্য প্রার্থনা করবে তাহলে কেবল আল্লাহ্র কাছেই সাহায্য প্রার্থনা করবে। জেনে রাখো! সমগ্র উম্মাত সমবেত হয়ে যদি তোমার কোন উপকার করতে চায় তাহলে তারা তোমার কোন উপকার করতে পারবে না, তবে কেবল ততটুকুই যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে নির্ধারণ করে রেখেছেন। আর সমগ্র উম্মাত সমবেত হয়ে যদি তোমার কোন অনিষ্ট করতে চায় তাহলে তারা তোমার কোন অনিষ্ট করতে পারবে না, তবে কেবল ততটুকুই যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে নির্ধারণ করে রেখেছেন। ক্বলম উঠিয়ে নেয়া হয়েছে এবং বই-পত্র শুকিয়ে গেছে (অর্থাৎ- ফায়সালা যা হবার এবং যা নির্ধারণ হওয়ার তা হয়ে গেছে)।জামে‘ তিরমিযী
১৩) ছূরা আ-লে ‘ইমরানের ২০০ নং আয়াত উল্লেখ পূর্বক শাইখ বাযমূল c বক্ষমান আলোচনা / প্রবন্ধটি সমাপ্ত করেছেন। এই আয়াতে আল্লাহ 0 ইরশাদ করেছেন:-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
অর্থাৎ- হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য্যধারণ করো, সহিষ্ণুতা অবলম্বন করো, দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকো আর আল্লাহ্কে ভয় করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো।ছূরা আ-লে ‘ইমরান- ২০০
উছতায হাম্মাদ বিল্লাহ c উক্ত আয়াতের ব্যাখ্যা চমৎকারভাবে উপস্থাপন করেছেন।
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) একজন মুছলিম সর্বক্ষেত্রে তার ভাইকে অগ্রাধিকার দেবে- এই কথাটির ব্যাখ্যা কি?
খ) জ্ঞান ও অভিজ্ঞতার বৈষম্যের কারণে ছালাফী ভাইদের মধ্যে মতানৈক্য হলে করণীয় কি?
গ) ছালাফী ভাইয়েরা একে অপরকে দ্বীনের জন্য ভালবাসেন এবং এই ভালবাসা অক্ষুন্ন রাখার চেষ্টা করেন। কিন্তু মাঝে মধ্যে তারা এমন কিছু ভুল করেন যা তাদের দ্বীনী ভ্রাতৃত্ব ও ভালোবাসার মধ্যে ফিতনার কারণ হয়। এই অবস্থায় করণীয় কি?
৪) দাড়ি কতটুকু রাখলে ছুন্নাত পালন হবে?