এটি শাইখ হাম্মাদ বিল্লাহ c প্রদত্ত অত্যন্ত মূল্যবান একটি অডিও বক্তব্য। এতে তিনি তিনটি মৌলনীতির মধ্য হতে প্রথম মৌলনীতি (“প্রত্যেক মানুষের উপর ওয়াজিব, আল্লাহ্র পরিচয় লাভ করা তথা আল্লাহ্কে সঠিকভাবে চেনা ও জানা”) বিষয়ে আলোচনা করেছেন। প্রতিটি মানুষকে অবশ্যই তার মহান সৃষ্টিকর্তা; আল্লাহ রাব্বুল ‘আলামীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ্র পরিচয় লাভ কিংবা আল্লাহ সম্পর্কে জ্ঞান মানুষকে আল্লাহ্র আনুগত্য ও তাঁর ভালোবাসার দিকে নিয়ে যায়। আল্লাহ্র (7) প্রতি পরিপূর্ণরূপে আত্মসমর্পণের মাধ্যমেই তাঁর ‘ইবাদাত করতে হবে। তাই যার প্রতি আত্মসমর্পণ করা হবে, প্রথমে তাকে সঠিকভাবে জানতে হবে। তাছাড়া নিজের মনগড়া পন্থা ও পদ্ধতিতে আল্লাহ্র প্রতি আত্মসমর্পণ বা তাঁর ‘ইবাদাত করলে হবে না, বরং অবশ্যই তা করতে হবে ক্বোরআন ও ছুন্নাহ্র বিশুদ্ধ দালীল-প্রমাণ অনুসারে। মূল্যবান এই আলোচনাটি আশ্শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন o প্রণীত “শারহু ছালাছাতিল উসূল” (তিনটি মৌলনীতির ব্যাখ্যা) গ্রন্থ থেকে করা হয়েছে।