এই আলোচনাটি মূলত ইমাম ইবনুল ক্বায়্যিম আল জাওযিয়্যাহ o এর প্রখ্যাত গ্রন্থ “আল ফাওয়ায়িদ থেকে করা হয়েছে। ‘আরাবী থেকে বাংলায় ভাষান্তরিত এই আলোচনাটি করেছেন শাইখ হাম্মাদ বিল্লাহ c। এতে ইমাম ইবনুল ক্বায়্যিম o এর শিক্ষাদীক্ষা ও প্রজ্ঞা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর ক্বোরআনে কারীম থেকে উপকার বা কল্যাণ লাভের শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। ক্বোরআনে কারীম হলো আল্লাহ রাব্বুল ‘আলামীনের বাণী এবং তাঁর নাযিলকৃত সর্বশেষ গ্রন্থ। ক্বোরআন দ্বারা উপকৃত হতে হলে পরিপূর্ণ নিষ্ঠা, একাগ্রতা এবং মনোযোগ সহকারে এটি পাঠ করতে হবে। ক্বোরআনে কারীম হলো এমন একটি বিষ্ময়কর মহাগ্রন্থ যার পাঠকারীগণই কেবল উপকৃত বা কল্যাণপ্রাপ্ত হন না, বরং মনোযোগ সহকারে যারা এটি শ্রবণ করেন তারাও এর দ্বারা অসংখ্য কল্যাণ ও উপকার লাভ করে থাকেন।