কিভাবে তাক্বওয়া অর্জন করা যায় (১ম পর্ব)

এটি তাক্বওয়া অর্জন করা বিষয়ে শাইখ হাম্মাদ বিল্লাহ c প্রদত্ত অতি গুরুত্বপূর্ণ্ ধারাবাহিক ভাষণের একটি অংশ। এতে তিনি শ্রোতাদেরকে তাক্বওয়া অবলম্বনের আহবান জানিয়েছেন। বক্তব্যে উল্লেখিত মূল বিষয়গুলো:-
১) কিভাবে তাক্বওয়া অর্জন করা যায়? তাক্বওয়া অর্জনের উপায়্ ও পদ্ধতি।
২) আমরা কিভাবে নিজেদের অন্তরে তাক্বওয়া প্রতিষ্ঠিত করব?
৩) তাক্বওয়া অর্জন করতে হলে অবশ্যই আল্লাহ-কে (0) জানতে হবে; আল্লাহ্‌র পরিচয় লাভ করতে হবে। কোন বস্তু বা কোন ব্যক্তি সম্পর্কে জানা না থাকলে তাকে ভয় করবে কিভাবে? কোন কিছুকে ভয় করতে হলে অবশ্যই সে বস্তু বা ব্যক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
৪) আল্লাহ 7 সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হলে ক্বোরআন ও ছুন্নাহ অধ্যয়ন করতে হবে এবং মহান আল্লাহ্‌র সৃষ্টি সম্পর্কে চিন্তা-ভাবনা করতে হবে। শাইখ হাম্মাদ বিল্লাহ c তাঁর এই ভাষণে শ্রোতাদেরকে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করার আহবান জানিয়েছেন। কারণ, যারা যত বেশি আল্লাহ্কে জানবে তাঁর পরিচয় লাভ করবে, তারা ততো বেশি আল্লাহ্‌কে ভয় করবে।
৫) প্রত্যেক মুছলমানকে অবশ্যই সর্বাগ্রে তাওহীদ সম্পর্কে এবং তাওহীদের বিভিন্ন প্রকার, যথা- তাওহীদুর্ রুবূবিয়্যাহ, তাওহীদুল উলূহিয়্যাহ এবং তাওহীদুল আছমা ওয়াস্ সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।
৬) যে যত বেশি তাওহীদ বিষয়ে লেখাপড়া ও জ্ঞান অর্জন করবে তার ঈমান ততো বৃদ্ধি পাবে এবং সে ততো বেশি তাক্বওয়া অর্জন করতে পারবে।

Subscribe to our mailing list

* indicates required
Close