শির্ক ও তাশবীহের ‘আক্বীদাহ তাওহীদের সম্পূর্ণ পরিপন্থী। এ দু’টো থেকে আল্লাহ্কে (0) পূর্ণ পবিত্র ও অতি উর্দ্ধে মনে করার নামই তাওহীদ। যদি কেউ শির্ক ও তাশবীহ (মানবীয় কোন গুণ আল্লাহ্র জন্য সাব্যস্ত করার নাম তাশবীহ) এর ‘আক্বীদাহ সহকারে আল্লাহ্র (0) প্রতি ঈমান রাখে, তাহলে সে মুছলমানের ঘরে জন্ম গ্রহণ করা, মুছলমান নামে পরিচিত হওয়া এবং নামাজ, রোজা, হাজ্জ ইত্যাদি করা সত্ত্বেও কিছুতেই মু’মিন নয় বরং মুশরিক ও কাফিরদের দলভুক্ত।