শির্‌ক শব্দের আভিধানিক অর্থ কি?

শির্‌ক শব্দের আভিধানিক অর্থ হলো:- সংযুক্তি, সম্মিলন, মিশ্রণ, শামিল বা অংশীদারিত্ব।
ইশরাক বা শরীক করার অর্থ হলো:- কোনকিছুকে মিশ্রিত করা, যুক্ত করা, মিলানো, একত্রিত করা, শামিল বা অংশীদার করা। শির্‌ক শব্দ থেকে উদগত ও রূপান্তরিত প্রতিটি শব্দের মধ্যে তার এ মৌলিক অর্থগুলো পাওয়া যায়।
কোন কিছুতে অংশীদার (শরীক) হওয়ার বা অংশীদার করার জন্য যাকে কিংবা যেসব বিষয়-বস্তুকে অংশীদার করা হচ্ছে এবং যার সাথে কিংবা যে বিষয়-বস্তুর সাথে অংশীদার করা হচ্ছে, উভয়ের অংশ তাতে সমান হওয়া আবশ্যক নয়, বরং তা কম বা বেশি হতে পারে। যেমন- আল্লাহ্‌র (0) নাবী হারুন k রিছালাতের ক্ষেত্রে মূছা k এর অংশীদার ছিলেন। কিন্তু তাই বলে তিনি মূছা k এর সমতুল্য বা তাঁর সমান অংশীদার ছিলেন না। এতদসত্ত্বেও নাবুওয়্যাত ও রিছালাতে তাঁকে মূছা k এর অংশীদার বলা হয়েছে।
এছাড়া আমরা যেমন দেখতে পাই যে, যৌথ মালিকানাধীন কোম্পানী কিংবা অংশীদারিত্ব মূলক ব্যবসা প্রতিষ্ঠানে অনেকেই মালিক বা শেয়ার থাকে। কিন্তু তাই বলে তাদের সকলের মালিকানা বা শেয়ার সকল ক্ষেত্রে সমান থাকে না।

Subscribe to our mailing list

* indicates required
Close