‘আরাবী প্রতিটি হার্ফকে (বর্ণকে) তার পূর্ণ সিফাত তথা অবস্থা ও গুণাবলী সহকারে তার সঠিক মাখরাজ (উচ্চারণস্থল) থেকে উচ্চারণ করাকে ‘তাজওয়ীদ’ বলে। তাজওয়ীদ অনুযায়ী কুরআনে কারীম তিলাওয়াত করা অবশ্য কর্তব্য।
সূত্র:-
১) মাতনুল জাযারিয়্যাহ লিশ্শাইখ শামছুদ্ দ্বীন মুহাম্মাদ ইবনুল জাযারী।
২) আল মুখতাসারুল মুফীদ লিশ্শাইখ মুহাম্মাদ ‘আব্দুর্ রাহীম বদরুদ্ দ্বীন।