ইছলামী ‘আক্বীদাহ্র (ঈমানের) মূল ভিত্তিসমূহ ছয়টি। যথা:- (১) আল্লাহ্র প্রতি বিশ্বাস (২) ফিরিশতাগণের প্রতি বিশ্বাস (৩) কিতাব সমূহের প্রতি বিশ্বাস (৪) রাছূলগণের প্রতি বিশ্বাস (৫) শেষ দিনের প্রতি বিশ্বাস (৬) তাক্বদীরের ভালো-মন্দের প্রতি বিশ্বাস।
ঈমানের এই ছয়টি মূলভিত্তি সম্পর্কে অনেক সাহীহ্ হাদীছ বর্ণিত রয়েছে। তন্মধ্যে সেই সুপ্রসিদ্ধ সাহীহ্ হাদীছটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যা ইমাম মুছলিম o স্বীয় সাহীহ হাদীছ গ্রন্থে ধারাবাহিক ছনদে (বর্ণনাধারায়) আমীরুল মু’মিনীন ‘উমার ইবনুল খাত্ত্বাব 3 হতে বর্ণনা করেছেন। উক্ত হাদীছে বর্ণিত রয়েছে যে, জিবরাঈল 5 যখন রাছূলকে (1) ঈমান সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, তখন রাছূল 1 উত্তরে বলেছিলেন:- ঈমান হলো আল্লাহ্র প্রতি, তাঁর মালাইকাহ্দের (ফিরিশতাগণের) প্রতি, তাঁর কিতাব সমূহের প্রতি, তাঁর রাছূলগণের প্রতি, আখিরাতের প্রতি এবং ভাগ্যের ভাল মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা।
উপরোক্ত হাদীছটি ইমাম বুখারী ও ইমাম মুছলিম (q) স্ব স্ব সাহীহ্ হাদীছ গ্রন্থে ধারাবাহিক ছনদে আবূ হুরায়রাহ 3 থেকেও বর্ণনা করেছেন।